মঙ্গলবার, ২ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

মেয়াদ পূর্তির আগেই পদত্যাগের ঘোষণা কামালের

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

মেয়াদ পূর্তির আগেই পদত্যাগের ঘোষণা কামালের

আগামী ২৩ অক্টোবর নির্ধারিত পাঁচ বছর মেয়াদ পূর্ণ হওয়ার ২২ দিন আগেই ‘অদৃশ্য চাপের মুখে’ পদত্যাগের ঘোষণা দিয়েছেন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) নির্বাচিত মেয়র আহসান হাবিব কামাল। নগর ভবনের তহবিলে প্রায় ৬০ কোটি টাকা স্থিতি থাকার পরও অদৃশ্য ওই শক্তির কারণে নগর উন্নয়ন, রাস্তাঘাট মেরামত, কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ, সড়কবাতি ক্রয়, বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ, স্টেশনারি মালামাল ক্রয়, নগরবাসীর সেবাসহ দাফতরিক স্বাভাবিক কাজকর্ম করতে না পারায় আগামী ৪ অক্টোবর পদত্যাগপত্র জমা দেওয়ার কথা বলেন তিনি। গতকাল দুপুরে নগরীর কালুশাহ্ সড়কের নিজ বাসায় এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিদায়ী মেয়র কামাল।

এ সময় কামাল বলেন, ২০১৩ সালের ১৫ জুনের নির্বাচনে তিনি জনগণের প্রত্যক্ষ ভোটে মেয়র নির্বাচিত হন। কয়েক বছর ধরে শত প্রতিকূলতার মধ্যেও তিনি নগর ভবনের কার্যক্রম স্বাভাবিক রাখার চেষ্টা করে আসছিলেন। কিন্তু গত জুন মাস থেকে অদৃশ্য শক্তির কারণে তার আর্থিক ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে। তিনি নগর ভবন ও নগরবাসীর জন্য কোনো সেবামূলক কাজ করতে পারছিলেন না। তাই এই পদ আঁকড়ে থাকা তার কাছে অর্থহীন। এ কারণে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। আজ মঙ্গলবার তিনি তার বর্তমান মেয়াদের শেষ অফিস করবেন। আগামী ৪ অক্টোবর নিয়ম অনুযায়ী তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পদত্যাগপত্র জমা দেবেন। ওই অদৃশ্য শক্তির পরিচয় জানতে চাইলে বিদায়ী মেয়র কামাল বলেন, এটা বরিশালের সবাই, বিশেষ করে সাংবাদিকরা জানেন। তিনি বিরোধী দলের একজন লোক হয়ে হয়রানির আশঙ্কায় ওই শক্তির নাম বলতে চাইছেন না। ওই অদৃশ্য শক্তি সাংবাদিকদের খুঁজে বের করার আহ্বান জানান তিনি। তবে তারা ক্ষমতাসীন বলে ইঙ্গিত করেন তিনি। নির্ধারিত মেয়াদের আগে পদত্যাগ করার সিদ্ধান্ত নেওয়ায় নগরবাসীর কাছে ক্ষমা চেয়েছেন মেয়র কামাল। সমস্যার সমাধান হলে পদত্যাগের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন কি না—সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, সমস্যার কারণেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। সমস্যার সমাধান হয়ে গেলে তো সংকট কেটে যাবে। সে ক্ষেত্রে তিনি অবস্থার পরিপ্রেক্ষিতে বিষয়টি ভেবে দেখবেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর