মঙ্গলবার, ২ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

লালদীঘি মাঠের অনুমতি পাচ্ছে না বিএনপি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে ৪ অক্টোবর লালদীঘি মাঠে জনসভা করার ঘোষণা দিয়েছিল বিএনপি। সে মোতাবেক দলের পক্ষ থেকে নিয়ম মেনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবর আবেদনও করা হয়। একই সঙ্গে মাঠ কর্তৃপক্ষ চট্টগ্রাম সরকারি মুসলিম হাইস্কুলের প্রধান শিক্ষক বরাবরও আবেদন করা হয়। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এখনো অনুমতি মিলেনি। সার্বিক নিরাপত্তার ধুয়া তুলে বিএনপির আবেদন নাকচ করে দেওয়া হয়েছে বলে জানান নগর বিএনপির সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ান। তিনি বলেন, গত শনিবার পুলিশের কাছে ৪ অক্টোবর বিকালে লালদীঘি মাঠে সমাবেশের জন্য মাঠ ব্যবহারের আবেদন করা হয়। কিন্তু পুলিশ প্রশাসন নিরাপত্তার কথা তুলে অবেদনটি নাকচ করে দিয়েছে। অন্য যে কোনো রাজনৈতিক ও সামাজিক সংগঠন যে মাঠ ব্যবহার করছে নিয়মিত, সেখানে বিএনপির মতো একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দলকে তারা মাঠ ব্যবহারের অনুমতি দিচ্ছে না। এটা আমাদের সঙ্গে প্রশাসনের এক ধরনের বিমাতা সুলভ আচরণ। এ প্রসঙ্গে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান বলেন, ‘সার্বিক নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে বিএনপিকে লালদীঘি মাঠে সমাবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। কারণ, আমাদের কাছে জনগণের নিরাপত্তা আগে।’ এদিকে ৪ অক্টোবর সমাবেশকে

কেন্দ্র করে ইতিমধ্যে বিএনপির নেতা-কর্মীদের মাঝে চাঙ্গাভাব ফিরে আসলেও মাঠ ব্যবহারের অনুমতি না পাওয়ায় তা ফিকে হতে শুরু করেছে। তবে এখনো জনসভা করার সম্ভাবনার কথা উড়িয়ে দিচ্ছে না বিএনপির সিনিয়র নেতারা। রবিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের জনসভা কোনো ধরনের সংঘাত-সংশয় ছাড়া সফলভাবে অনুষ্ঠিত হওয়াতে চট্টগ্রামে সমাবেশ করার ক্ষেত্রে এর ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন নগর বিএনপির নেতারা। নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেন, ‘দীর্ঘদিন ধরে আমাদের বড় ধরনের কোনো সভা-সমাবেশ করতে দেয়নি সরকার। লালদীঘি মাঠ, কিংবা ফলোগ্রাউন্ড মাঠ ব্যবহারের অনুমতি নিতে গেলেই প্রশাসনকে ব্যবহার করে সরকার প্রতিবারই তাদের হীনস্বার্থ চরিতার্থ করেছে। কিন্তু এখনো সরকার যেভাবে প্রশাসনকে লেলিয়ে দিয়েছে আমাদের বিরুদ্ধে, তা কোনো সভ্য দেশের রাজনীতিতে করা হয় না। সরকার ও সরকারি দলের নেতারা একদিকে বলছেন— সমাবেশ ও আন্দোলন করতে কোনো বাধা নেই, অন্যদিকে তারাই আবার সমাবেশ করতে দিচ্ছেন না।’

সর্বশেষ খবর