মঙ্গলবার, ২ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

ট্রাকচালক-হেলপার কারাগারে প্রতিবাদে সড়ক অবরোধ

জনদুর্ভোগ চরমে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় মারুফ হোসেন (১৬) নিহতের ঘটনায় সেই ট্রাকের মালিক, চালক, হেলপারকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। গতকাল দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তারা হলেন— ট্রাক মালিক তানোরের মালশিরার বরজাহান আলীর ছেলে বাবু আজাদ (৩৭), চালক পবার উজিরপুকুরের আয়ুব আলীর ছেলে জীবন (৩৭) ও হেলপার নগরীর পশ্চিম তালাইমারীর আবদুর রহমানের ছেলে বুলবুল (২৭)। এ ঘটনার পর ট্রাক শ্রমিকরা ধর্মঘটের ডাক দিয়েছেন। এতে যাত্রীরা দুর্ভোগে পড়েন। কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম জানান, রবিবার ট্রাক মালিক, চালক, হেলপারকে আটক করা হয়। আজ তাদের আদালতে পাঠানো হলে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়। তিনি আরও বলেন, এ ঘটনার জেরে রাজশাহীর আমচত্বর এলাকায় ট্রাক শ্রমিকরা ধর্মঘট শুরু করেছেন। তারা গাড়ি বন্ধ করে দিয়েছেন। এ ছাড়া রাজশাহী নগরীর শিরোইল রেলগেট এলাকায় ট্রাক বন্ধ করে অবরোধ করছেন শ্রমিকরা। জানা যায়, গত ৯ সেপ্টেম্বর নগরীর কাশিয়াডাঙ্গা থানার বালিয়া এলাকায় একটি বেপরোয়া গরুভর্তি ট্রাক একটি দোকানের মধ্যে ঢুকে যায়। এ সময় দোকানে থাকা মারুফ হোসেন আহত হয়। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সর্বশেষ খবর