মঙ্গলবার, ২ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো শুরু

নিজস্ব প্রতিবেদক, খুলনা

সারা দেশে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় ৭ অক্টোবর পর্যন্ত এ কর্মসূচির আওতায় খুলনা জেলায় এবার ৫ লাখ ২৭ হাজার শিশুকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে। গতকাল সকালে খুলনার ফুলতলায় খুদে ডাক্তারের মাধ্যমে শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা ও কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর  কার্যক্রম উদ্বোধন করেন খুলনা সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. মো. আতিয়ার রহমান শেখ।

স্থানীয় সমাজসেবী কুতুবুদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুল মজিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ মতিউর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেলিনা খাতুন ও প্রধান শিক্ষক মো. নূরুল ইসলাম।

সর্বশেষ খবর