বুধবার, ৩ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

ওয়াশিংটনে পালকিতে বর-কনে

প্রতিদিন ডেস্ক

ওয়াশিংটনে পালকিতে বর-কনে

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির পার্শ্ববর্তী ভার্জিনিয়ার আর্লিংটনের মূল সড়কে বাংলাদেশের দুটি পালকি ঘাড়ে নিয়ে চলেছে স্থানীয় কিছু মানুষ। পরনে তাদের ঐতিহ্যবাহী রং-বেরঙের পোশাক। মাথায় পাগড়ি। কেউবা চড়েছেন বাহারি রঙের রিকশায়। মহিলাদের পরনে লাল-সবুজ শাড়ি। কেউবা বিক্রি করছেন ঝাল মুড়ি। কেউবা, নাঙ্গল কাঁধে নিয়ে চলেছেন রাস্তাজুড়ে, যেন রাস্তা পেরিয়েই মাঠে নামবেন জমি চাষ করতে। বাংলাদেশের এমন নানা লোকজ সংস্কৃতির উপস্থাপনে অনুষ্ঠিত হলো এবারের ‘প্রিয়বাংলা পথমেলা’। সপ্তমবারের মতো এই আনন্দ-শোভাযাত্রা আর আয়োজনে কেবল বাংলাদেশিরা নয়, ভিনদেশের ভিন্ন সংস্কৃতির অনেক মানুষও যোগ দিয়েছিলেন তাদের প্রাণের সব আয়োজন নিয়ে। খবর এনআরবি নিউজের। শনিবার সকাল-সন্ধ্যাজুড়ে, আনন্দ উচ্ছ্বাস আর নিজ নিজ সংস্কৃতির বাহারি আয়োজনে মুখরিত ছিল আরলিংটনের ওয়াল্টার রিড ড্রাইভ।  ওয়াশিংটন মেট্রো এলাকার সংগঠন ‘প্রিয়বাংলা’ এই পথমেলার আয়োজন করে। ভিন্ন জাতি-গোত্রের অনেক মানুষের উপস্থিতিতে বাংলাদেশি আর বাঙালি সম্প্রদায়ের মানুষ এসব নিজস্ব আয়োজন নিয়ে প্রায় ১ মাইল রাস্তা প্রদক্ষিণ করে। বাংলাদেশ থেকে নিয়ে আসা দুটি পালকি ছিল আনন্দ শোভাযাত্রার কেন্দ্রবিন্দু। দুই পালকিতে চড়ে বর ও কনে, বিয়ে বাড়ি, বিয়ে বাড়ির সাজানো গেট ইত্যাদি, প্রবাসী বাংলাদেশিদের এ আয়োজন যুগিয়েছিল আনন্দ আর হাস্যোজ্জ্বল মুহূর্ত— যা আমেরিকানদের সামনে হাজার বছরের ঐতিহ্যমণ্ডিত বাঙালি সংস্কৃতির চমৎকার এক উপস্থাপনা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর