বুধবার, ৩ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

ইবতেদায়ি শিক্ষকদের এমপিও নীতিমালা অর্থ মন্ত্রণালয়ে

নিজস্ব প্রতিবেদক

সমপ্রতি ইবতেদায়ি শিক্ষকদের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা খসড়ার অনুমোদন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল ওই অনুমোদনের প্রেক্ষিতে চূড়ান্ত খসড়া নীতিমালা অর্থ মন্ত্রণালয়ে পাঠায় শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। ফলে দেশের ৫০ হাজারেরও বেশি শিক্ষকের ভাগ্যের পরিবর্তন হতে যাচ্ছে। প্রায় ১৮ হাজার ‘স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা’র  (যেসব মাদ্রাসায় কেবল প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত রয়েছে) এসব শিক্ষক ৩০ বছর ধরে বঞ্চিত ছিলেন। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (মাদ্রাসা) রওনক মাহমুদ জানান, প্রধানমন্ত্রীর  অনুমোদন নিয়ে খসড়া নীতিমালা অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দেশের প্রাথমিক পর্যায়ের শিক্ষকদের বৈষম্য নিরসনে হাই কোর্টের নির্দেশের পর ২০১০ সালের শিক্ষানীতি অনুযায়ী মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী ও কর্মমুখি করে গড়ে তুলতে উদ্যোগ নেয় সরকার। এ উদ্যোগ বাস্তবায়নে গত বছর ৪ অক্টোবর নীতিমালা প্রস্তুত করতে একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটির পরামর্শ অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আদলে ‘স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা’ শিক্ষা প্রতিষ্ঠানকে গড়ে তুলতে নীতিমালা চূড়ান্ত করে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। চূড়ান্ত নীতিমালায় ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সমান মর্যাদা দেওয়া হয়। এরপর সরকারি নির্ধারিত বেতন-ভাতা দেওয়ারও প্রস্তাব দেওয়া হয়।  

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর