বৃহস্পতিবার, ৪ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

নার্সকে ‘থাপ্পড়’ মারলেন ডাক্তার, অতঃপর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) একটি ওয়ার্ডে দায়িত্বরত একজন নার্সকে ‘থাপ্পড়’ মেরেছেন বলে অভিযোগ উঠেছে ডাক্তার শাহেনা আক্তারের বিরুদ্ধে। নার্সের সঙ্গে ডাক্তারের বাকবিতণ্ডার এমন ঘটনা ঘটে ৩৩ নাম্বার ওয়ার্ডে (গাইনি বিভাগে)। এমন ঘটনায় গতকাল সকাল সাড়ে ৯টা থেকে ৩৩ নাম্বার গাইনি ওয়ার্ডে প্রায় তিন ঘণ্টা রোগীর সেবা বন্ধ থাকে এবং বিক্ষোভ করা হয়। তবে নার্সকে চিকিৎসকের বিরুদ্ধে ‘থাপ্পড়’ মারার অভিযোগ তুললেও চিকিৎসকদের দাবি, ডাক্তার ওই নার্সকে বকা দিয়ে পিঠে ‘চাপড়’ দেন, থাপ্পড় মারার কোনো ঘটনা ঘটেনি। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল ডিপ্লোমা নার্সেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তপন দে বলেন, সকাল সাড়ে ৯টার দিকে গাইনি ওয়ার্ডে এক রোগীর ইউরিন ব্যাগ পরিষ্কার করে তাকে প্যাড পরাচ্ছিলেন দুই সিস্টার। এ সময় দাঁড়িয়ে দেখছিলেন ডা. শাহেনা আক্তার। তিনি বলেন, প্যাড পরানোর সময় ডাক্তার হঠাৎ করে সিস্টার বনানী রানীর গালে থাপ্পড় মারেন ডাক্তার। এ বিষয়ে সিস্টার কোন ভূল করে থাকলে প্রশাসন দেখবে, বিচার করবে। ডাক্তার কেন মারধর করবেন? এ ঘটনায় ঘটনার পর ওয়ার্ডের নার্সরা সেবা বন্ধ রেখে বিক্ষোভ দেখাতে থাকেন। সাড়ে ১১টার দিকে প্রশাসনের সাথে বৈঠকে বসে নার্সেস অ্যাসোসিয়েশনের  নেতাকর্মীরা।

সর্বশেষ খবর