বৃহস্পতিবার, ৪ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

ধর্ষণ মামলা নিচ্ছে না পুলিশ

স্কুলে যাওয়া বন্ধ কিশোরীর

নিজস্ব প্রতিবেদক, রংপুর

২৭ দিন পেরিয়ে গেলেও স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগটি মামলা হিসেবে অন্তর্ভুক্ত হয়নি। অভিযোগ উঠেছে রংপুরের মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজ্ঞাত কারণে মামলা নিচ্ছেন না। আর পুলিশ বলছে, মেডিকেল পরীক্ষার পর অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করার জন্য ভিকটিমকে নিয়ে তার বাবাকে থানায় আসতে বলা হয়েছে। কিন্তু তারা আসছে না। এদিকে প্রভাবশালী প্রতিপক্ষের ভয়ে স্কুল যাওয়া বন্ধ হয়ে গেছে ভিকটিমের। 

জানা গেছে, মিঠাপুকুর উপজেলার ময়েনপুর ইউনিয়নের শিকারপুর গ্রামের প্রভাবশালী সাদেক আলী (৩৫) প্রতিবেশী দিনমজুরের চতুর্থ শ্রেণিতে পড়ুয়া মেয়েকে গত ৬ সেপ্টেম্বর দুপুরে কৌশলে বাড়ির ছাদে ডেকে নিয়ে ধর্ষণ করেন। ওই ছাত্রী বিষয়টি তার বাবা-মা ও পড়শিদের জানালে ক্ষিপ্ত হয়ে ওঠেন সাদেক আলী। ওই ছাত্রীকে হত্যার ভয় দেখালে বিষয়টি চেপে যায় তার পরিবার। এ সুযোগে ২০ সেপ্টেম্বর আবারও স্কুলছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন সাদেক। তার চিৎকারে সাদেক আলী পালিয়ে যায়। বিষয়টি আরও বেশি জানাজানি হয়ে পড়ে। ভিকটিমের বাবা অভিযোগ করেন, ২১ সেপ্টেম্বর সাদেক আলীকে একমাত্র আসামি করে মিঠাপুকুর থানায় লিখিত অভিযোগ করি। গতকাল পর্যন্ত সেটি মামলা হিসেবে রুজু করা হয়নি। এদিকে থানায় অভিযোগ দেওয়ার পর থেকে তার মেয়েকে তুলে নিয়ে গিয়ে হত্যা করার ভয় দেখাচ্ছে সাদেক আলী ও তার লোকজন। এ ভয়ে মেয়েটি স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে। মিঠাপুকুর থানার ওসি মোজাম্মেল হক বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মেডিকেল পরীক্ষা করার পর অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করার জন্য ভিকটিমকে নিয়ে তার বাবাকে থানায় আসতে বলা হয়েছে। কিন্তু তারা আসছে না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর