শিরোনাম
বৃহস্পতিবার, ৪ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

সিলেটে হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটের জকিগঞ্জে ১১ বছর আগে সংঘটিত এমদাদুর রহমান হত্যায় পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল দুুপুরে সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৫ম আদালতের বিচারক সাবেরা সুলতানা খানম এই রায় দেন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- জকিগঞ্জের অজরগ্রামের তাজ আহমদ, ইছাপুরের শুকুর, উছন ও আবদুর রশিদ এবং সুলতানপুরের খলু। এরমধ্যে আবদুর রশিদ পলাতক রয়েছেন। মামলায় অন্য দুই অভিযুক্ত অজরগ্রামের মাহতাব ও ইছাপুরের কালা মিয়া মারা যাওয়ায় তাদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বাদী পক্ষের আইনজীবী অ্যাডিশনাল পিপি জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। মামলা সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ১৪ মার্চ সকাল ৮টার দিকে এমদাদুর রহমানকে (৩৫) কুশিয়ারা নদীতে ফেলে পাথর নিক্ষেপের মাধ্যমে নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ভাই জকিগঞ্জের লালোপাড়া গ্রামের লুত্ফুর রহমান বাদী হয়ে হত্যা মামলা করেন। ২০০৮ সালের ১৪ অক্টোবর আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়।

সর্বশেষ খবর