শুক্রবার, ৫ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

২০ অক্টোবর সোহরাওয়ার্দীতে জনসভা করতে চায় যুক্তফ্রন্ট

সিলেটের আজকের সভার অনুমতি মেলেনি

নিজস্ব প্রতিবেদক

সবার অংশগ্রহণে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দাবিতে আগামী ২০ অক্টোবর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করতে চায় বিকল্পধারার প্রেসিডেন্ট অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব ও মাহমুদুর রহমান মান্না নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট। এ নিয়ে গতকাল যুক্তফ্রন্টের পক্ষ থেকে গণপূর্ত মন্ত্রণালয় ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বরাবর আবেদন করা হয়েছে। আবেদনপত্র নিয়ে যান যুক্তফ্রন্টের শরিক দল নাগরিক ঐক্যের আহ্বায়ক কমিটির সদস্য আতিকুর রহমান ও ইকবাল কবির। আবেদনপত্র জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করে আতিকুর রহমান বলেন, ‘আমরা আশা করছি, জনসভার অনুমতি পাব।’ তিনি অভিযোগ করে বলেন, ‘এর আগে ময়মনসিংহে জনসভার অনুমতি চেয়েও পাইনি। আজ শুক্রবার সিলেটেও জনসভা করার অনুমতি চাওয়া হয়েছে। কিন্তু এখন পর্যন্ত অনুমতি মেলেনি। একটি গণতান্ত্রিক দেশে এটা কাম্য নয়।’ জানা যায়, সিলেটের জনসভা প্রয়োজনে একদিন পিছিয়েও করতে চায় যুক্তফ্রন্ট। এ নিয়েও যুক্তফ্রন্টের নেতারা পুলিশের সঙ্গে কথা বলছেন। তবে গতকাল পর্যন্ত ইতিবাচক কোনো সাড়া মেলেনি। তবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যোগাযোগ রাখতে বলা হয়েছে বলে যুক্তফ্রন্টের এক নেতা জানান।

সর্বশেষ খবর