শুক্রবার, ৫ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

১৪ লাখে পরিশোধ ৫২ লাখ তবু ঘর দখলে হামলা!

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

সুদে নেওয়া ১৪ লাখ টাকায় সাড়ে ৫২ লাখ টাকা পরিশোধ করেও রক্ষা পেল না গৌরনদী উপজেলার টরকী এলাকায় এক ব্যবসায়ী। প্রভাবশালী দুই সুদ কারবারি তাকে স্ত্রী সন্তানসহ বাড়ি থেকে বের করে দিয়ে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে রেখেছে। ঘটনার পর অবশ্য গৌরনদী পুলিশ সুদ কারবারিদের উপর চাপ প্রয়োগ করে ব্যবসায়ীকে স্ত্রী সন্তানসহ ঘরে তুলে দিয়েছেন। জানা যায়, ব্যবসায়ী আলী মাঝি স্থানীয় দাদন ব্যবসায়ী নান্নু খানের কাছ থেকে ১১ লাখ টাকা নিয়ে ৪৫ লাখ ৩৬ হাজার টাকা এবং মাইনুল হাওলাদার কাছ থেকে ৩ লাখ টাকা নিয়ে ৭ লাখ ২০ হাজার পরিশোধ করেন। এরপরও সোমবার পাওনা টাকার জন্য দাদন ব্যবসায়ীরা দলবল নিয়ে হামলা চালিয়ে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে ওই ব্যবসায়ী পরিবারকে ঘর থেকে বের করে দেয়। গৌরনদী মডেল থানার এসআই মাজাহারুল ইসলাম জানান, বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে দুই ব্যবসায়ীকে ধরতে অভিযান চালানো হয়। বিষয়টি টের পেয়ে দাদন ব্যবসায়ী মো. নান্নু খান ও মাইনুল হাওলাদার আত্মগোপন করে। পরে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও টরকী বণিক সমিতির নেতৃবৃন্দ আলী মাঝিকে তার ঘরে তুলে দেয়।

আলী মাঝির মেয়ে দশম শ্রেনীর ছাত্রী ত্রীনা আক্তার বলেন, ঘর দখল নেয়ায় পড়াশোনার ব্যঘাত ঘটে, দুটি বাছনিক পরীক্ষাও ভালো হয়নি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর