শিরোনাম
শুক্রবার, ৫ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

জাতীয় প্রেস ক্লাবে শিশু আনন্দ মেলা

নিজস্ব প্রতিবেদক

জাতীয় প্রেস ক্লাবে শিশু আনন্দ মেলা

জাতীয় প্রেস ক্লাবের দুই দিনব্যাপী শিশু আনন্দ মেলায় বক্তারা —বাংলাদেশ প্রতিদিন

শুরু হয়েছে জাতীয় প্রেস ক্লাবের দুই দিনব্যাপী শিশু আনন্দ মেলা। ক্লাবের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল এ অনুষ্ঠান শুরু হয়।

গতকাল প্রেস ক্লাব মিলনায়তন, ভিআইপি লাউঞ্জ ও কনফারেন্স রুমে একযোগে চলে চিত্রাঙ্কন, আবৃত্তি, সংগীত ও লুডু প্রতিযোগিতা। এসব অনুষ্ঠানের উদ্বোধন করেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন। ক্লাব সদস্য সন্তানেরা ক, খ ও গ তিনটি বিভাগে এসব প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এ ছাড়া প্রেস ক্লাব সদস্য স্ত্রীদের লুডু প্রতিযোগিতা চলে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সংগীত পরিবেশনে অংশ নেয় জাতীয় প্রেস ক্লাবের সদস্য সন্তানেরা। বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার ও অংশগ্রহণকারীদের সান্ত্বনা পুরস্কার দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। সংগীত অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন সংগীত পরিচালক শেখ সাদী খান। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন অংশগ্রহণকারী সবাইকে স্বাগত ও প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান। এ সময় তিনি বলেন, আজকের এ অনুষ্ঠান প্রেস ক্লাব সদস্য সন্তানদের উজ্জীবিত করবে। আগামীতেও এ ধরনের অনুষ্ঠান অব্যাহত থাকবে। এ ব্যাপারে প্রেস ক্লাব সদস্যদের সহযোগিতা কামনা করেন তিনি। শিশুদের চিত্রাঙ্কনে অধিকাংশ ছবির বিষয় ছিল গ্রাম বাংলার আবহমান দৃশ্য। নৌকা ও সূর্যোদয়ের দৃশ্য। মুক্তিযুদ্ধ ও একতারা হাতে নিয়ে বাউল শিল্পীদের ছবি। এ সময় প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ কার্তিক চ্যাটার্জি, নির্বাহী সদস্য শামসুদ্দীন আহমেদ চারু, কল্যাণ সাহা, হাসান আরেফিন প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর