শুক্রবার, ৫ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

মন্ত্রণালয়ে মেয়র কামালের পদত্যাগপত্র

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রকাশ্য সংবাদ সম্মেলনের তিন দিন পর রেজিস্ট্রি ডাকযোগে মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠিয়েছেন বরিশাল সিটির বিদায়ী মেয়র আহসান হাবিব কামাল। গতকাল দুপুরে কামালের ব্যক্তিগত সহকারী ফরিদুল ইসলাম বরিশাল প্রধান ডাকঘর থেকে বিদায়ী মেয়রের পক্ষে রেজিস্ট্রি ডাক যোগে (নং ৫৯২) স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী বরাবর এই পদত্যাগপত্র প্রেরণ করেন।

এতে কামাল বলেন, তিনি বরিশাল সিটি করপোরেশনের দায়িত্ব নেওয়ার পর থেকে সাধ্যমতো সুনামের সহিত নাগরিক সেবা দিতে সক্ষম হয়েছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য বিগত ১৩ জুন (একই দিন বিসিসি নির্বাচনের তফসিল ঘোষিত হয়) থেকে সিটি করপোরেশনের দৈনন্দিন দাফতরিক ও অর্থনৈতিক কাজ সম্পাদন করতে পারছেন না। পদত্যাগপত্রে কামাল বলেন, গত ৩১ জুলাই আপনার মন্ত্রণালয়ে আমার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। ওই অভিযোগপত্রের ভিত্তিতে আমার সব দাফতরিক ও অর্থনৈতিক (বিশেষ পাওনা পরিশোধ) কাজ সম্পাদন করতে বাধাপ্রাপ্ত হই। এতে সিটি করপোরেশন অচল হয়ে যায়। এই অবস্থায় দির্ঘদিন ধরে ন্যূনতম নাগরিক সেবা দিতে না পাড়ায় তিনি মেয়র পদ থেকে পদত্যাগপত্র প্রদান করেন। ২০১৩ সালের ১৫ জুনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের শওকত হোসেন হিরণকে (প্রয়াত) ১৭ হাজারের বেশি ভোটের ব্যবধানে হারিয়ে ৭৮ হাজার ভোট পেয়ে বিসিসির তৃতীয় পরিষদের মেয়র নির্বাচিত হন বিএনপির তৎকালীন কেন্দ্রীয় মত্স্যজীবী বিষয়ক সম্পাদক আহসান হাবিব কামাল।

সর্বশেষ খবর