শনিবার, ৬ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

বসুন্ধরায় লিফট ও এস্কেলেটর মেলায় দর্শনার্থীর ভিড়

নিজস্ব প্রতিবেদক

আধুনিক ফ্ল্যাটের অবিচ্ছেদ্য অংশ লিফট। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গড়ে ওঠা বহুতল ভবনে এখন লিফট অনিবার্য। আরও আধুনিক, প্রযুক্তিনির্ভর লিফট ও এস্কেলেটর নিয়ে মেলা চলছে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি)। তিন দিনের আয়োজিত গতকাল মেলার দ্বিতীয় দিনে গিয়ে দেখা গেছে প্রচুর দর্শনার্থী। বিভিন্ন ডিজাইন ও বিশ্বমানের প্রযুক্তি নিয়ে বিশ্বের ১২ দেশের ৬০টি কোম্পানি তাদের পণ্য নিয়ে এসেছে। ভার্গো কমিউনিকেশনস অ্যান্ড এক্সিবেশন আয়োজন করেছে এ মেলার। ভার্গো কমিউনিকেশনের পরিচালক অনিতা রঘুনাথ জানালেন, এ দেশে বিপুল চাহিদা রয়েছে লিফট ও এস্কেলেটরের। বিশেষ করে নাগরিক জীবনে ফ্ল্যাট বাণিজ্যে এখন লিফট অনিবার্য। তাই সারা বিশ্বের নামকরা প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসছে। আমরা ভারতীয় প্রতিষ্ঠান নিয়ে বাংলাদেশে বাণিজ্যিক চাহিদা বিবেচনায় মেলার আয়োজন করেছি। এই শিল্প সম্পর্কে জানতে এবং নিজস্ব পণ্য প্রদর্শন করতে এবং বিশ্বজুড়ে ব্যবসায়িক সুযোগ সম্প্রসারণের ক্ষেত্রে উৎপাদকদের জন্য এই মেলায় অংশগ্রহণ একটি চমৎকার সুযোগ। দেখা গেছে, মেলায় এস্কেলেটর ও এলিভেটর, খুচরা যন্ত্রাংশ, এলিভেটরের দরজা, গতি নিয়ন্ত্রক ও বিভিন্ন নিরাপত্তা সরঞ্জাম প্রদর্শন করছে সংশ্লিষ্ট উৎপাদক প্রতিষ্ঠান। মেলায় ক্রেতা-দর্শনার্থীদের আকৃষ্ট করতে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান তাদের নিজেদের স্টলকে দৃষ্টিনন্দন করে সাজিয়েছে। তুলে ধরা হচ্ছে এসব প্রতিষ্ঠানের বিভিন্ন লিফট কিংবা এস্কেলেটর। আগ্রহী ক্রেতা-দর্শনার্থীদের নিজেদের পণ্য সম্পর্কে বিস্তারিত পরামর্শ ও জিজ্ঞাসার উত্তর দিচ্ছেন স্টলে কর্মরতরা। পণ্যের সুবিধা প্রযুক্তির কথা বলছেন তারা। সঙ্গে জানিয়ে দিচ্ছেন স্থায়িত্ব সম্পর্কে সম্যক ধারণা। মেলায় অংশ নেওয়া আজিজ অ্যান্ড কোম্পানি, বিডি লিফট স্টলে দেখা যায়, তারা তাদের পণ্য সম্পর্কে বিভিন্ন লিফলেট বিলি করছে। জানতে চাইলে এক স্টলকর্মী বলেন, জার্মানি, যুক্তরাষ্ট্রসহ বিশ্বখ্যাত কোম্পানি থেকে বাংলাদেশে লিফট আমদানি করে থাকি। ব্র্যান্ডের লিফটে সর্বোৎকৃষ্টমানের মোটর ও ডোর অপারেটর সিস্টেম ব্যবহার করা হয়। এ লিফটে বিদ্যুৎ খরচ অন্যান্য যে কোনো লিফটের চেয়েও ৬০ শতাংশ কম। মেলায় তারা লিফটের মোটর, ডোর অপারেটর, লিফট কেবিনের বিভিন্ন উপাদান ও ডিজাইন প্রদর্শন করছে। এসব লিফটের দাম ১২ লাখ থেকে কোটি টাকা পর্যন্ত রয়েছে বলে জানালেন তারা। এ ছাড়া মেলায় রয়েছে প্রপার্টি লিফট, ক্যাপিটাল লিফট, সিটি এলিভেটর, কনকর্ড সিটি, ক্রিয়েটিভ ইঞ্জিনিয়ারিং, ক্রেস্ট লিফট, ড্যাফোডিল ইলেকট্রিক, এনার্জিপ্যাক পাওয়ার, ইউরো লিফটসহ বিশ্বখ্যাত বিভিন্ন কোম্পানি। বাংলাদেশ ছাড়াও ভারত, চীন, মালয়েশিয়া, জার্মানি, যুক্তরাষ্ট্র, ইতালি, জাপান, তুর্কি, কোরিয়া, সুইজারল্যান্ডের ৬০টি কোম্পানি অংশ নিয়েছে। দুই শতাধিক স্টল নিয়ে আইসিসিবির এক ও দুই নম্বর হলে চলছে এ মেলা। মেলায় এ বছর এস্কেলেটর এবং এলিভেটর উৎপাদক, খুচরা যন্ত্রাংশের উৎপাদক, এলিভেটরের দরজা, গতি নিয়ন্ত্রক এবং বিভিন্ন নিরাপত্তা সরঞ্জামাদির প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে।   

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর