শনিবার, ৬ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

দেশের ভবিষ্যৎ অনিশ্চিত

—— পীর চরমোনাই

নিজস্ব প্রতিবেদক

দেশের ভবিষ্যৎ অনিশ্চিত

বিভিন্ন দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন দলের আমির ও পীর চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম —বাংলাদেশ প্রতিদিন

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই বলেছেন, দেশের ভবিষ্যৎ অনিশ্চিত। প্রধান দুটি রাজনৈতিক জোট নির্বাচন সামনে রেখে মুখোমুখি অবস্থানে থেকে এক ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করেছে। দেশের প্রায় সব রাজনৈতিক দল এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা সরকারি দলের প্রতি সংকট সমাধানের উদ্যোগ গ্রহণের কথা বললেও সরকার কোনো উদ্যোগ নেয়নি। গত ১০ বছরে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেনি। নির্বাচন কমিশন এবং প্রশাসন কেউই নিরপেক্ষ ভূমিকা পালন করছে না। কিন্তু আগামীতে মানুষ তামাশা ও প্রহসনের নির্বাচন মানবে না। গতকাল বাদ জুমা রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুর্নীতি, দুঃশাসন, সন্ত্রাস ও মাদকমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠায় গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে অনুষ্ঠিত সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। মহাসমাবেশ বাদ জুমা হওয়ার কথা থাকলেও ফজরের পর থেকেই জনতার স্রোত সোহরাওয়ার্দী উদ্যানমুখী ছিল। বাদ জুমা সোহরাওয়ার্দী উদ্যান জনসমুদ্রে পরিণত হয়। সোহরাওয়ার্দী উদ্যান উপচিয়ে নেতা-কর্মীদের অবস্থান মত্স্য ভবন, জাতীয় প্রেস ক্লাব, দোয়েল চত্বর, পল্টন থেকে শাহবাগ মোড় পর্যন্ত ছড়িয়ে পড়ে। সমাবেশকে কেন্দ্র করে আশপাশের রাস্তায় যানজটের সৃষ্টি হয়। পীর চরমোনাই বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বে জাতীয় সংসদ ভেঙে দিতে হবে। নতুন নির্বাচন কমিশন গঠন করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠনের পর থেকে সেনা মোতায়েন এবং নির্বাচনের দিন তাদের হাতে বিচারিক ক্ষমতা দিতে হবে। পীর চরমোনাই আরও বলেন, রেডিও, টিভিসহ সব সরকারি বেসরকারি গণমাধ্যমে সব দলকে প্রচারণার সমান সুযোগ দিতে হবে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর