রবিবার, ৭ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

দেশে দুর্দিন চলছে

-কাদের সিদ্দিকী

শেরপুর প্রতিনিধি

বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, ‘বঙ্গবন্ধু যখন জীবিত ছিলেন, তখন বঙ্গবন্ধু ছাড়া আর কারও নাম শোনা যায়নি। কিন্তু বঙ্গবন্ধুকে হত্যা করার পর কেউ কথা বলেনি। আমি অন্যায়ের প্রতিবাদ করতেই সেদিন অস্ত্রহাতে যুদ্ধ করেছিলাম।’ তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, ‘কষ্ট লাগে যারা সেদিন বঙ্গবন্ধুর চামড়া দিয়ে ডুগডুগি বাজাতে চেয়েছিল, তারা আজ বঙ্গবন্ধুর নামে মুখে ফেনা তোলেন। তাদের ভিড়ে আওয়ামী লীগ আজ জমজমাট!’ গতকাল দুপুরে শেরপুরের নালিতাবাড়ী প্রেস ক্লাব চত্বরে তিনি এক সমাবেশে এ কথা বলেন। ২৮ অক্টোবর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদকারী শেরপুরের যোদ্ধাদের সমাবেশে যোগদানের আমন্ত্রণ জানাতে এসে এ সমাবেশ তিনি করেন। কাদের সিদ্দিকী বলেন, ‘দেশটা ভালোভাবে চলছে না। দেশের বড় দুর্দিন। দেশটা ভালোভাবে চলা দরকার। আমার কথায় অনেকের গা জ্বালা করবে। কিছু আসে যায় না। আমি আল্লাহ ছাড়া কারও গোলামি করি না। বঙ্গবন্ধু হত্যার এত বছর পরও আল্লাহ হয়তো কোনো কারণে আমাকে বাঁচিয়ে রেখেছেন।’ এ সময় নালিতাবাড়ী প্রতিরোধ যোদ্ধা সংগঠনের যোদ্ধাসহ অনেকেই উপস্থিত ছিলেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর