রবিবার, ৭ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা
গোলাম সারওয়ার স্মরণে শোকসভা

তিনি বেঁচে থাকবেন সৃষ্টিশীলতার মাঝে

নিজস্ব প্রতিবেদক

প্রয়াত সাংবাদিক গোলাম সারওয়ার স্মরণে আয়োজিত নাগরিক শোকসভায় বক্তারা বলেছেন, গোলাম সারওয়ার ছিলেন একজন  সৃষ্টিশীল মানুষ। তার মেধা, নিষ্ঠা ও সাহসী সাংবাদিকতা তাকে অমর করে রাখবে। তিনি চিরদিন বেঁচে থাকবেন তার সৃষ্টিশীল কাজের মাঝে। তার দেহাবসান হয়েছে কিন্তু মৃত্যু হয়নি। সমকালের প্রয়াত সম্পাদক গোলাম সারওয়ার স্মরণে গতকাল বিকালে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে এ শোকসভার আয়োজন করা হয়। গোলাম সারওয়ার স্মরণ পরিষদ আয়োজিত শোকসভায় সভাপতিত্ব করেন পরিষদের আহ্বায়ক জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান। বক্তব্য রাখেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান, সম্পাদক আবেদ খান, নাট্যজন সৈয়দ হাসান ইমাম, কলামিস্ট আবুল মকসুদ, নাট্যজন মামুনুর রশিদ, কূটনীতিক প্রাবন্ধিক ইনাম আহমেদ চৌধুরী, নাট্যজন আতাউর রহমান, কবি হেলাল হাফিজ, কবি কামাল আবদুন নাসের চৌধুরী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, একুশে টিভির প্রধান সম্পাদক নির্বাহী মনজুরুল আহসান বুলবুল, সমকালের প্রকাশক এ কে আজাদ, এইচএসবিসি বাংলাদেশের উপ-প্রধান নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান। প্রারম্ভিক বক্তৃতা করেন গোলাম সারওয়ার স্মরণ পরিষদের সদস্য সচিব ও সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, বিচারপিত শামসুদ্দিন চৌধুরী মানিক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক শাহ আলম, কবি কাজী রোজী এমপি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য কবি মুহাম্মদ সামাদ, সৈয়দ আনোয়ারা হক, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি শফিকুর রহমান, সাবেক সভাপতি শওকত মাহমুদ, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ফারুক মঈনউদ্দিন, পুলিশ মহাপরিদর্শকের পক্ষে ডিআইজি রুহুল আমিন, নৌ পুলিশের ডিআইজি শেখ মুহাম্মদ মারুফ হাসান,  ডিআইজি ড. মহিদ উদ্দিন, সেন্টার ফর পলিসি ডায়ালগের গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম, বাংলাদেশে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সভাপতি রুহুল আমিন গাজী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাদের গনি চৌধুরী, ভারতের ‘আরল্ড’ পত্রিকার সম্পাদক বাহার উদ্দিন, অন্য প্রকাশনীর স্বত্বাধিকারী মাজহারুল ইসলাম,  প্রচ্ছদ শিল্পী ধ্রুব এষ, কথাসাহিত্যিক শোয়াইব জিবরান, মোস্তফা আহমেদ মোর্শেদ, চলচ্চিত্র প্রযোজক এ কে এম জাহাঙ্গীর খান, দ্বিতীয় সৈয়দ হক। গোলাম সারওয়ারের রচনা থেকে পাঠ করেন বাচিক শিল্পী ভাস্বর বন্দ্যোপাধ্যায়, রুপা চক্রবর্তী ও অভিনেত্রী বন্যা মির্জা। গোলাম সারওয়ারে প্রিয় রবীন্দ্র সংগীত পরিবেশন করেন শামা রহমান। রবীন্দ্র সংগীত ‘আগুন পরশমণি’ পরিবারের পক্ষে কৃতজ্ঞতা প্রকাশ করেন গোলাম সারওয়ারের ছোটভাই গোলাম সালেহ মঞ্জু মোল্লাহ।

সর্বশেষ খবর