সোমবার, ৮ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

বন্ধ হচ্ছে শেয়ারবাজারে বুক বিল্ডিং পদ্ধতি!

বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় এই উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক

শেয়ারবাজারের স্বার্থে প্রয়োজন হলে বুক বিল্ডিং পদ্ধতি স্থগিত বা বন্ধ করা হতে পারে। ২০১০ সালের পর শেয়ারবাজারে চালু হওয়া কোম্পানি তালিকাভুক্তির এই পদ্ধতিতে বিনিয়োগকারীদের স্বার্থ বিঘ্নিত করার কথা উঠেছে। এমন ঘটনার প্রমাণ পেলে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ পদ্ধতি স্থগিত বা বন্ধ করে দেবে। গতকাল রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ’র উদ্বোধনী অনুষ্ঠানে সংস্থাটির চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন এ কথা জানিয়েছেন। তিনি বুক বিল্ডিং পদ্ধতিতে কাট-অফ প্রাইস নির্ধারণে যোগ্য বিনিয়োগকারীদের যথাযথ দায়িত্ব পালনের জন্য অনুরোধ করেন। খায়রুল হোসেন বলেন, বিএসইসি বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাদের স্বার্থে কাট-অফ প্রাইসের তুলনায় ১০ শতাংশ কমে শেয়ার দেওয়া হয়। এ ছাড়া তাদের স্বার্থে একটি  কোম্পানির ৪৫ টাকার কাট-অফ প্রাইস ১০ শতাংশ ডিসকাউন্ট শেষে গাণিতিক হিসাবে ৪১ টাকা হলেও ৪০ টাকা করা হয়। তিনি আরও বলেন, প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) জন্য মিথ্যা হিসাব (ফলস অ্যাকাউন্ট) নিয়ে আসলে বিএসইসির কিছু করার থাকে না। এক্ষেত্রে নিরীক্ষক ও মার্চেন্ট ব্যাংকারদের সঠিক দায়িত্ব পালন করতে হবে। যাতে প্রাথমিক পর্যায়ে বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষা পায়। এ ছাড়া তিনি বিনিয়োগকারীদের স্বার্থ বিঘ্নিত হয় এমন কোনো কাজ না করার জন্য মার্চেন্ট ব্যাংকারদের প্রতি অনুরোধ করেন। একই সঙ্গে পাঁচ বছর লভ্যাংশ দেওয়ার সক্ষমতা নেই- এমন কোম্পানিকে শেয়ারবাজারে না আনার আহ্বান জানান।

অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, দেশের উন্নয়ন ধরে রাখতে বর্তমান সরকারের আরও পাঁচ বছর ক্ষমতায় থাকা উচিত। আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে আগামী পাঁচ বছর খুবই গুরুত্বপূর্ণ। আওয়ামী লীগ আরও পাঁচ বছর ক্ষমতায় থাকলে বাংলাদেশ একটি সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে উঠবে। অর্থমন্ত্রী বলেন, নিরবচ্ছিন্ন ক্ষমতায় থাকলে উন্নয়নের গতি ধরে রাখা সহজ হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর