সোমবার, ৮ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

সারা দেশে ১৬ লাখ প্রতিবন্ধী শনাক্ত করেছে সরকার

দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের তথ্য

নিজস্ব প্রতিবেদক

দেশে ১৫ লাখ ৯৩ হাজার ৭০ জন প্রতিবন্ধী ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। গতকাল সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রতিবন্ধিতাবান্ধব দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক জাতীয় টাস্কফোর্সের তৃতীয় সভায় এই তথ্য তুলে ধরা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় ‘অ্যাডভোকেসি গ্রুপ অন ডিজঅ্যাবিলিটি ইনক্লুসিভ ডিজাস্টার ম্যানেজমেন্ট’-এর ফোকাল পয়েন্ট সায়মা হোসেন পুতুল উপস্থিত ছিলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে প্রতিবন্ধী ব্যক্তিদের লিঙ্গ, বয়স, পেশা ও শ্রেণিভিত্তিক উপাত্ত সংগ্রহের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশে এ পর্যন্ত ১৫ লাখ ৯৩ হাজার ৭০ জন প্রতিবন্ধী ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। আর ঘূর্ণিঝড়প্রবণ ১৯টি জেলায় ৪ লাখ ৩৩ হাজার প্রতিবন্ধী ব্যক্তির নিবন্ধন শেষ হয়েছে, এ কার্যক্রম চলমান আছে। এ পর্যন্ত ১৯ হাজার জন রোহিঙ্গা নারী ও শিশুকে মনো-সামাজিক কাউন্সিলিং দেওয়া হয়েছে। মন্ত্রণালয় সূত্র আরও জানায়, প্রতিবন্ধী ব্যক্তিদের বিভিন্ন পর্যায়ে প্রশিক্ষণ দিতে প্রশিক্ষক ও প্রশিক্ষণের সংখ্যা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন সায়মা হোসেন পুতুল। গতকালের সভা থেকে তাকে জানানো হয়, এ পর্যন্ত তিন হাজার ১০৫ জন কর্মকর্তা ও শিক্ষককে প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যারা প্রান্তিক পর্যায়ে প্রশিক্ষণ দেবেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর