সোমবার, ৮ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

কামালের বিরুদ্ধে ৫০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ তদন্ত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) সদ্য পদত্যাগকারী মেয়র আহসান হাবিব কামালের বিরুদ্ধে জেলা আওয়ামী লীগ সভাপতি মন্ত্রী মর্যাদার আবুল হাসানাত আবদুল্লাহ এমপির করা ৫০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ তদন্ত শুরু হয়েছে। মেয়র কামাল বিসিসির তিনটি প্রকল্পের বিপরীতে ওই অর্থ আত্মসাৎ করেছেন অভিযোগ এনে নবনির্বাচিত মেয়র সাদিক আবদুল্লাহর পিতা মন্ত্রী আবুল হাসানাত আবদুল্লাহ এমপি তার প্যাডে গত ৩১ জুলাই স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খানের কাছে পাঠানো চিঠিতে এই অভিযোগ করেন।

আহসান হাবিব কামাল বলেন, করপোরেশনের তিনটি প্রকল্প সুইপার কলোনি, সৌন্দর্যবর্ধন এবং ব্রিজ কালভার্টের বরাদ্দ নিয়ে অভিযোগ করা হয়েছে। অথচ ওই প্রকল্পের টাকা ব্যাংকেই গচ্ছিত আছে।

ওই অভিযোগ তদন্তে গতকাল নগর ভবন পরিদর্শন করেছেন তদন্ত দলের প্রধান বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের পরিচালক (যুগ্ম সচিব) এম ডি আবদুস সালামের নেতৃত্বাধীন তদন্ত দল। তারা নগর ভবনের ২০১৭/১৮ অর্থ বছরের ব্যয়ের তথ্য সংগ্রহ করেছেন। তদন্ত কমিটির সদস্যরা বিসিসির বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা মো. মশিউর রহমানের কাছে ২০১৭/১৮ অর্থবছরের ব্যয়ের বিবরণী সম্পর্কে জানতে চান। এ ছাড়াও তারা সংশ্লিষ্টদের সাক্ষ্য নিয়েছেন।

বিসিসির বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা মো. মশিউর রহমান জানান, বিভাগীয় কমিশনারের স্থানীয় সরকার বিভাগ থেকে একটি তদন্ত টিম এসেছিল। তারা সদ্য পদত্যাগী মেয়র আহসান হাবিব কামালের বিরুদ্ধে আনীত অভিযোগ খতিয়ে দেখছেন। দলের প্রধান যুগ্ম সচিব এম ডি আবদুস সালাম ২০১৭/১৮ অর্থ বছরের আয়-ব্যয়ের হিসাব চেয়েছেন। তাকে গত অর্থবছরের ১২৭ কোটি টাকার হিসাবের কাগজপত্র দেওয়া হয়েছে। ১২৭ কোটি টাকার মধ্যে ৫৬ কোটি টাকা এখনো ব্যয় করা হয়নি বলে জানানো হয়েছে।

তদন্ত দলের প্রধান এম ডি আবদুস সালাম বলেন, আবুল হাসানাত আবদুল্লাহ এমপির অভিযোগের পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয়ের নির্দেশে নগর ভবনে গিয়ে বিগত অর্থবছরের হিসাব যাচাই করার কাগজপত্র দেখেছেন। মেয়র কামালের বিরুদ্ধে ১৭-১৮ অর্থবছরের ৩ প্রকল্পের প্রায় ৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ করা হয়েছে। তদন্ত শেষে তিনি মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দেবেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর