সোমবার, ৮ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

তথ্য-প্রযুক্তি মামলায় জামিনের মেয়াদ বাড়ল আমীর খসরুর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

তথ্য-প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর জামিনের মেয়াদ বাড়িয়েছে আদালত। চট্টগ্রামের মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধা গতকাল শুনানি শেষে ২১ অক্টোবর পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন। মামলার আইনজীবী মফিজুল হক ভূঁইয়া জানান, কোতোয়ালি থানার এ মামলায় আমীর খসরুর ছয় সপ্তাহ জামিনের শেষদিন গতকাল আদালতে হাজির হয়ে তিনি জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে বিচারক ২১ অক্টোবর পর্যন্ত তার জামিন বাড়িয়ে দেন। প্রসঙ্গত, গত ৪ আগস্ট নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট নাশকতায় উসকানি ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে কোতোয়ালি থানায় আমির খসরুর বিরুদ্ধে মামলা হয়। তথ্যপ্রযুক্তি আইনে মামলাটি দায়ের করেন নগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর। শিক্ষার্থীদের ওই আন্দোলনের সময় নওমী নামে একজনের সঙ্গে আমীর খসরুর কথিত ফোনালাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়। ফোনালাপে চলমান ছাত্র আন্দোলনের সুযোগ নিয়ে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে বলে দাবি করেন মামলার বাদী জাকারিয়া দস্তগীর।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর