সোমবার, ৮ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

বিএনপি নেতা দুলুকে দুদকে তলব

নিজস্ব প্রতিবেদক

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল দুদকের প্রধান কার্যালয় থেকে অনুসন্ধান কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ শফিউল্লাহর সই করা চিঠিতে তাকে আগামী ১১ অক্টোবর হাজির হতে বলা হয়েছে। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য এ তথ্য জানিয়েছেন। সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে বিএনপি সরকারের আমলে নাটোরের বিভিন্ন সরকারি প্রকল্পে টেন্ডারবাজি, মাদক ব্যবসা ও ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করে ৫০০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদক অনুসন্ধান শুরু করে। তার বিরুদ্ধে চলতি বছরের ৮ মার্চ অনুসন্ধান শুরু হয়। দুদক পরিচালক কাজী শফিকুল আলম অনুসন্ধান কাজের তদারককারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। এ প্রসঙ্গে রুহুল কুদ্দুস তালুকদার দুলু বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘৫০০ কোটি দূরের কথা, জীবনে কখনো ৫ কোটি টাকা একসঙ্গে দেখিনি। এখন আমার ঠিকমতো সংসার চালাতেই কষ্ট হচ্ছে। শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে দুদক এ কাজ করছে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর