মঙ্গলবার, ৯ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

ছাত্রলীগের কর্মকাণ্ডে আমি বিব্রত

——————— মেয়র লিটন

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেছেন, ‘ছাত্রলীগের নানাবিধ কর্মকাণ্ডে আমি বিব্রত। এটা স্বীকার করতে আমার কোনো কুণ্ঠা নেই। আমি নিজেই নানা সময়ে নানা কর্মকাণ্ডে জাতীয়ভাবে ঢাকা অথবা চট্টগ্রাম অথবা অন্যান্য জায়গাতে বিব্রত হয়েছি।’ গতকাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে টিএসসিসি) ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শিল্পকর্ম প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে   তিনি এ কথা বলেন। জাতীয় শোক দিবস উদযাপন পরিষদ রাবি চারুকলা অনুষদ আয়োজিত এই চিত্রকর্ম প্রদর্শনী উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহান। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং ছাত্রলীগের উদ্দেশে মেয়র বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রসমাজ এবং ছাত্রলীগ তোমরা নতুন আলোকবর্তিকা নিয়ে সমাজকে জাগ্রত করবে, নতুনভাবে নতুন চেতনাকে নতুনভাবে ধারণ করবে। তোমরাই বঙ্গবন্ধুর অসমাপ্ত বাংলাদেশের উন্নয়নে কাজ করবে।’

এ সময় মেয়র লিটন রাজশাহীতে আর্ট গ্যালারি০ নির্মাণ, সাংস্কৃতিক অঙ্গনকে এগিয়ে নিতে ড্যান্স বা ফোকসং (লোকসংগীত), বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য পৃথক পৃথক অবকাঠামো নির্মাণ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।  অনুষ্ঠানে চারুকলা অনুষদের ডিন অধ্যাপক সিদ্ধার্থ শংকর তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা ও চৌধুরী মো. জাকারিয়া।

 

সর্বশেষ খবর