বুধবার, ১০ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

দুই প্রকল্প অনুমোদনে চাঙ্গা কেসিসি

জলাবদ্ধতা নিরসন ও সড়ক মেরামত

নিজস্ব প্রতিবেদক, খুলনা

অবশেষে অর্থ সংকট কাটিয়ে উঠেছে খুলনা সিটি করপোরেশন (কেসিসি)। মাত্র ২১ দিনের মধ্যে ১ হাজার ৪৩১ কোটি টাকার দুটি বড় প্রকল্প একনেকে অনুমোদন দেওয়া হয়েছে। মহানগরীর জলাবদ্ধতা নিরসন, সড়ক মেরামত ও সৌন্দর্য বর্ধনের মহাযজ্ঞ আগামী জানুয়ারি থেকে শুরু হচ্ছে। জানা যায়, গতকাল একনেকের সভায় কেসিসি’র ৬০৭ কোটি ৫৬ লাখ টাকার সড়ক মেরামত ও সৌন্দর্য বর্ধন প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এর আগে ১৮ সেপ্টেম্বর জলাবদ্ধতা নিরসনের ৮২৩ কোটি টাকার আরেকটি প্রকল্প অনুমোদন হয়। এসব প্রকল্পের আওতায় ময়ূর নদীসহ ৮টি খাল খনন, ফুটপাতসহ ড্রেন নির্মাণ, সড়ক মেরামত, যানবাহন ক্রয় ও সৌন্দর্য বর্ধনের কাজ রয়েছে। বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির মহাসচিব শেখ আশরাফ-উজ্জামান বলেন, সরকারি বরাদ্দের অভাবে কেসিসি’র উন্নয়ন কার্যক্রম গত কয়েক বছরে মুখ থুবড়ে পড়ে। তবে নবনির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেক দায়িত্ব গ্রহণের পর দুটি বড় প্রকল্প অনুমোদন হওয়ায় এরই মধ্যে চাঙ্গাভাব দেখা দিয়েছে। সিটি করপোরেশনের তথ্য অনুযায়ী, মহানগরীর ১২০৫ কিলোমিটার সড়কের অর্ধেকই ভাঙাচোরা। এর আগে ২০১৪ সালে ক্ষতিগ্রস্ত ও ধংসপ্রাপ্ত সড়ক সংস্কারের জন্য ১০০ কোটি টাকার একটি প্রকল্প মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। কিন্তু ওই প্রকল্পটি অনুমোদন হয়নি। পরে আরও কয়েকটি প্রকল্প পাঠানো হলেও সেগুলো অনুমোদন পায়নি। ফলে সার্বিক উন্নয়ন কাজে স্থবিরতা দেখা দেয়। কেসিসি’র নগর পরিকল্পনাবিদ আবিরুল জব্বার জানান, বড় প্রকল্প দুটি অনুমোদন হওয়ায় উন্নয়ন কার্যক্রমে দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে ওঠা সম্ভব হবে। তিনি বলেন, ২০১৯ সালের জানুয়ারি থেকে ২০২২ সালের জুন পর্যন্ত এ প্রকল্প দুটির বাস্তবায়নের মেয়াদকাল নির্ধারণ করা হয়েছে। কেসিসির মেয়র তালুকদার আবদুল খালেক বলেন, গত ৫ বছরে খুলনায় রাস্তাঘাটের তেমন কাজ হয়নি। এসব সড়ক মেরামত এবং জলাবদ্ধতা নিরসনই হবে কেসিসির প্রথম কাজ। আগামী জানুয়ারি থেকেই এই কর্মযজ্ঞ শুরু হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর