বুধবার, ১০ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

টেকসই উন্নয়ন এখন চ্যালেঞ্জ : জ্যাকব

প্রতিদিন ডেস্ক

টেকসই উন্নয়ন এখন চ্যালেঞ্জ : জ্যাকব

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেছেন, জলবায়ু পরিবর্তন এবং টেকসই উন্নয়ন এখন বিশ্বব্যাপী চ্যালেঞ্জ। গতকাল অস্ট্রিয়ার ভিয়েনা ইউনিভার্সিটি অব টেকনোলজি আয়োজিত কর্মশালায় তিনি একথা বলেন। তিনি বলেন, সারা বিশ্বের মানুষ এখন ক্রমাগত জলবায়ুর প্রতিকূল প্রভাবের বিরুদ্ধে লড়াই করছেন। উপকূলীয় অঞ্চলের মানুষ নিয়মিত ঘূর্ণিঝড়, ঝড়, বন্যা, নদী-ভাঙন ও ভূমিধসের সম্মুখীন হয়। এসব মোকাবিলায় ইতিমধ্যে বাংলাদেশ নিজস্ব অর্থায়নে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড গঠন করে বিভিন্ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করেছে।  ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশ ইতিমধ্যে আমাদের সমর্থন করছে। কর্মশালায় আরও উপস্থিত ছিলেন অস্ট্রিয়ার ভিয়েনা ইউনিভার্সিটি অব টেকনোলজির অধ্যাপক ড. মাইকেল গেটজনার, ইনস্টিটিউট অব ইকোলজির ম্যানেজিং ডিরেক্টর ড. মাইকেল ইয়াং মায়ার ও ভিয়েনা ইউনিভার্সিটির ড. মোহাম্মদ শরীফুল ইসলাম। বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর