বুধবার, ১০ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা
তৃতীয় শ্রেণির পদবি পরিবর্তন

প্রধানমন্ত্রীর অনুমোদনেও কার্যকর হচ্ছে না

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

জনপ্রশাসন ও ভূমি মন্ত্রণালয়ের অধীন প্রশাসনের মাঠপর্যায়ে কর্মরত তৃতীয় শ্রেণির পদবি পরিবর্তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন দিয়েছেন ২০১১ সালের ১৯ জুন। তাছাড়া গত সাতটি জেলা প্রশাসন সম্মেলনেও পদ পরিবর্তনের সুপারিশ করা হয়। তারপরও পদবি পরিবর্তন না হওয়ায় মাঠপর্যায়ে কর্মরতদের মধ্যে চরম হতাশা ভর করেছে। আগ্রহ হারাচ্ছেন কাজে। নির্বাচনসহ সরকারি কাজে মন্থর গতি দেখা দেওয়ার আশঙ্কাও করা হচ্ছে। মাঠপর্যায়ে কর্মরতদের সংগঠন বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসাস) দীর্ঘদিন ধরে পদ পরিবর্তনের দাবি করে আসছে। তবে বিভিন্ন সময়ে সরকারের পক্ষে আশ্বস্ত করা হলেও দাবি বাস্তবায়ন হচ্ছে না। সমিতির নেতারা কিছুদিন আগে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এবং সচিব ফয়েজ আহমদের সঙ্গে সাক্ষাৎ করলে তাদের পক্ষ থেকেও আশ্বাস মিলে। তাছাড়া বিষয়টি কেন এতদিন ধরে আটকে আছে তা দেখার জন্য মন্ত্রণালয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়। জানা যায়, দেশের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে জনপ্রশাসন এবং ভূমি মন্ত্রণালয়ের আটটি পদে কর্মচারীরা কর্মরত আছেন। এর মধ্যে জনপ্রশাসনের অধীনে আছে পাঁচটি ও ভূমি মন্ত্রণালয়ের অধীনে আছে তিনটি।

সর্বশেষ খবর