বুধবার, ১০ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

বাংলাদেশ-ভারত বাস সার্ভিসে যাত্রী হয়রানি বন্ধে দাবি

ফেরিঘাট ও চেকপোস্টে বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক বাস সার্ভিসের যাত্রীদের অনর্থক হয়রানি বন্ধের দাবি জানিয়েছে সিটিজেন ফোরাম ঢাকা।

ফোরামের আহ্বায়ক হাজী আলী আহমেদ ও সদস্যসচিব সাহিদ সিরাজী গতকাল এক বিবৃতিতে বলেন, ঢাকা-কলকাতা ও কলকাতা-ঢাকা সরাসরি বাস সার্ভিসের যাত্রীদের উপেক্ষা-অবহেলার ফলে তারা দীর্ঘ লাইন ধরে ফেরি পারাপার হচ্ছেন। এ ছাড়া বেনাপোল ও হরিদাসপুর চেকপোস্টে পৃথক কাউন্টার না থাকায় অবর্ণনীয় হয়রানির শিকার হতে হয়। ঢাকা-কলকাতা-শিলিগুড়ি রুটের যাত্রীদেরও একই রকম কষ্ট স্বীকার করতে হয়। ফোরাম নেতৃদ্বয় অবিলম্বে এসব সমস্যার প্রতিকার বিধানের আহ্বান জানান। বিজ্ঞপ্তি

 

সর্বশেষ খবর