বুধবার, ১০ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের নৈতিক স্খলন

তদন্ত কমিটির সময়ের আবেদন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলামের নৈতিক স্খলনের অভিযোগ তদন্তে গঠিত কমিটি  আরও সময় চেয়েছে। বেঁধে দেওয়া ১৫ দিনের মেয়াদ শেষ হওয়ার পর কমিটির প্রধান ইংরেজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর মু. মুহসিন উদ্দিন ৭ অক্টোবর উপাচার্যের কাছে তদন্ত সম্পন্ন করতে সময় চেয়ে আবেদন করেছেন। রেজিস্ট্রারের বিরুদ্ধে ভিডিও প্রমাণসহ শিক্ষক সমিতির লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হক গত ১৭ সেপ্টেম্বর ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। গত প্রায় ২ সপ্তাহে তদন্ত কমিটি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর এবং একটি জাতীয় দৈনিকের বিভাগীয় প্রধানসহ সংশ্লিষ্ট নয়জনের সাক্ষ্য গ্রহণ করেন। বিশ্ববিদ্যালয়ের নির্ভরযোগ্য সূত্র জানায়, উপাচার্যের কাছে শিক্ষক সমিতির দেওয়া অভিযোগে রেজিস্ট্রার মনিরুলের নৈতিক স্খলনের ভিডিও প্রমাণ রয়েছে। এই অভিযোগের শাস্তির খড়গ থেকে বাঁচতে রেজিস্ট্রার বিভিন্ন রাজনৈতিক প্রভাবশালীদের দ্বারস্থ হয়েছেন বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠরা। সম্প্রতি রেজিস্ট্রারের অনৈতিকতার একটি ভিডিও ভাইরাল হয়ে যায়। এক চাকরিপ্রত্যাশী কলেজ ছাত্রীকে চাকরি পাইয়ে দিতে সহযোগিতার আশ্বাস দিয়ে তাকে বিভিন্ন সময় নগরীর রূপাতলী হাউজিংয়ে বিশ্ববিদ্যালয়ের ভাড়া করা একা বাসায় ডাকার অভিযোগ রয়েছে রেজিস্ট্রারের বিরুদ্ধে।

 এমনকি ভিডিও কলে ওই ছাত্রীকে রেজিস্ট্রারের গোপনাঙ্গ প্রদর্শনের প্রমাণ রয়েছে।

সর্বশেষ খবর