বুধবার, ১০ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

সরকারের আশ্বাসে পণ্য পরিবহন শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক

তিন দিন পর সরকারের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়েছে পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। গতকাল বিকালে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তারা এ ঘোষণা দেয়। প্রায় দুঘণ্টাব্যাপী এ বৈঠকে পণ্য পরিবহন সংক্রান্ত বিভিন্ন সংগঠনের শ্রমিক ও পরিবহন মালিকরা উপস্থিত ছিলেন। গত রবিবার শ্রমিকদের এই ধর্মঘট শুরু হয়।  বৈঠকে তারা তাদের ৭ দফা দাবি নিয়ে আলোচনা করেন। সড়ক পরিবহন আইন ২০১৮ সংশোধন, সড়ক দুর্ঘটনায় ৩০২ ধারায় মামলা গ্রহণ না করা, ৫ লাখ টাকা জরিমানার বিধান বাতিল ও জামিনযোগ্য ধারায় মামলা করা, পুলিশের হয়রানি বন্ধসহ শ্রমিক মালিকদের দাবিসমূহ বৈঠকে তুলে ধরা হলে এসব আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তবে পণ্য পরিবহনে ট্রাক কাভার্ড ভ্যান ও পিকআপ ধর্মঘট চললেও কাঁচা বাজারে তেমন কোনো প্রভাব পড়েনি। সবজি ব্যবসায়ীরা বলছেন, কিছুটা বাধার মুখে পড়েছে তাদের পণ্য বহনকারী যান। তবে বিশেষ সমস্যা হয়নি। এ কারণে দাম বাড়েনি।

সর্বশেষ খবর