শিরোনাম
বুধবার, ১০ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

রোহিঙ্গা শিবির পরিদর্শন করলেন ১২ রাষ্ট্রদূত

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছেন ১২টি দেশের রাষ্ট্রদূত। গতকাল বিকালে তারা কুতুপালং রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন। প্রতিনিধি দলে ছিলেন অস্ট্রেলিয়া, কানাডা, ডেনমার্ক, ইউরোপিয়ান ইউনিয়ন, জাপান, উত্তর কোরিয়া, নেদারল্যান্ডস, মালয়েশিয়া, সুইডেন, তুরস্ক ও ইংল্যান্ডের রাষ্ট্রদূত ও হাইকমিশনার। এ প্রসঙ্গে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নিকারুজ্জামান জানান, বিকালে তারা (রাষ্ট্রদূত) কুতুপালং রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন। এ সময় তারা রোহিঙ্গাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। এর আগে কক্সবাজার জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় করেন ১২ দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার। মতবিনিময়কালে রোহিঙ্গাদের বর্তমান অবস্থা, রোহিঙ্গা ইস্যুতে স্থানীয় জনগণের ওপর কী ধরনের প্রভাব পড়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি, রোহিঙ্গা জনগোষ্ঠীর নিরাপদে নিজ দেশে প্রত্যাবর্তন, অন্যত্র স্থানান্তরসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

সর্বশেষ খবর