বৃহস্পতিবার, ১১ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

বাহরাইনে ভবন ধসে নিহত চার বাংলাদেশি, আহত ৩০

প্রতিদিন ডেস্ক

বাহরাইনের রাজধানী মানামায় ভবন ধসে চার বাংলাদেশি নিহত হয়েছেন। মঙ্গলবার ওই ঘটনায় আরও অন্তত ৩০ বাংলাদেশি আহত হয়েছেন। নিহতরা হলেন, চাঁদপুরের কচুয়া উপজেলার পরানপুর গ্রামের আবদুল হান্নান, হাজীগঞ্জ উপজেলার জাকির, কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার জয়নাল। নিহত অন্যজন আলো মিয়া। তার গ্রামের বাড়ির ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এদিকে বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা আশরাফ আহমেদ গণমাধ্যমকে জানিয়েছেন, আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। এ ছাড়া আহত দুই ব্যক্তিকে বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে, ১৩ জন ভর্তি আছেন সাধারণ বিভাগে। অন্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। দূতাবাস জানায়, স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে মানামার আল মির্জা সড়কের পাশে নেস্ট সুপার মার্কেট-সংলগ্ন তিন তলা বিশিষ্ট ওই ভবন ধসের ঘটনা ঘটে। দোতলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা পাওয়া গেছে। জানা গেছে, দুর্ঘটনা কবলিত ওই ভবনটি বেশ পুরোনো। এতে অর্ধশত প্রবাসী বাংলাদেশি বসবাস করতেন। যাদের অধিকাংশই বৃহত্তর কুমিল্লা জেলার বাসিন্দা। দুর্ঘটনার পরপরই সেখানে উদ্ধার তৎপরতা চালায় বাহরাইনের আইনশৃঙ্খলা বাহিনী ও উদ্ধারকর্মীরা। প্রায় দুই ঘণ্টা উদ্ধার তৎপরতা শেষে হতাহতদের বাহরাইনের কেন্দ্রীয় হাসপাতাল সালমানিয়ায় পাঠানো হয়। দুর্ঘটনার খবর পেয়ে বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল কে এম মমিনুর রহমান, শ্রমসচিব শেখ তাওহীদুল ইসলাম, জনকল্যাণ প্রতিনিধি তাজউদ্দিন, দূতাবাসের কর্মকর্তা আশরাফ আহমেদ  ঘটনাস্থল পরিদর্শন করেন। বাহরাইনের প্রধানমন্ত্রী খলিফা বিন সালমান আল খলিফা দুর্ঘটনায় হতাহত ব্যক্তিদের জন্য দুঃখ প্রকাশ করেন। তিনি আহত ব্যক্তিদের সুচিকিৎসার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছেন। গালফ নিউজ।

সর্বশেষ খবর