শুক্রবার, ১২ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

একাদশ সংসদ নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট

নিজস্ব প্রতিবেদক

রাজনৈতিক দল হিসেবে ‘ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ’কে নিবন্ধন না দেওয়া পর্যন্ত আগামী জাতীয় একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা স্থগিত চেয়ে হাই কোর্টে রিট দায়ের করা হয়েছে। গতকাল হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় ‘ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ’র মহাসচিব মো. রেহান আফজালের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ড. ইউনুছ আলী আকন্দ এ রিট দায়ের করেন। রিটে ‘ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশকে’ রাজনৈতিক দল হিসেবে রেজিস্ট্রেশন না  দেওয়া পর্যন্ত একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা স্থগিত চাওয়া হয়েছে। পাশাপাশি দলটির রেজিস্ট্রেশন না দিয়ে নির্বাচন কমিশন (ইসি) কর্তৃক গত ১১ জুন দেওয়া চিঠি কেন অবৈধ ঘোষণা করা হবে না-সে মর্মেও রুল চাওয়া হয়েছে। রিটে আইন, বিচার ও সংসদ বিষয়ক সচিব, স্থানীয় সরকার সচিব, প্রধান নির্বাচন কমিশনার (ইসি), নির্বাচন কমিশনের সচিব ও নির্বাচন কমিশনের উপসচিবকে বিবাদী করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর