শিরোনাম
শুক্রবার, ১২ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

সরকারি হলো তিন কলেজ, ১৯ স্কুল

নিজস্ব প্রতিবেদক

আরও তিনটি বেসরকারি কলেজ ও ১৯টি বেসরকারি স্কুলকে সরকারি করেছে সরকার। গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করেছে। সরকারি করা কলেজগুলো হলো- হবিগঞ্জের লাখাই মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজ, পিরোজপুরের ইন্দুরকানী ডিগ্রি কলেজ এবং জয়পুরহাটের আক্কেলপুর মুজিবুর রহমান কলেজ। প্রজ্ঞাপনে বলা হয়, সরকারিকৃত কলেজ শিক্ষক ও কর্মচারী আত্তীকরণ বিধিমালা-২০১৮ এর আলোকে কলেজগুলো সরকারি করা হয়েছে। গত ৮ অক্টোবর থেকে এ প্রজ্ঞাপন কার্যকর হবে বলে জানানো হয়েছে। এছাড়া বেসরকারি স্কুল সরকারিকরণের তালিকায় শরীয়তপুরের জাজিরার মোহর আলী মডেল উচ্চ বিদ্যালয় ও নড়িয়ার বিহারী লাল পাইলট (মডেল) উচ্চ বিদ্যালয়, নওগাঁর রাণীনগর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও গোটগাড়ী শহীদ মামুন হাই স্কুল ও কলেজ, সিরাজগঞ্জের শাহজাদপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের নাম রয়েছে। ১১ অক্টোবর থেকে এ প্রজ্ঞাপন কার্যকর হবে বলে জানানো হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর