শুক্রবার, ১২ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা
লোডশেডিংয়ের আশঙ্কা

আশুগঞ্জ-ময়মনসিংহে বিদ্যুৎ লাইন সংস্কার

নিজস্ব প্রতিবেদক

আশুগঞ্জ-ময়মনসিংহের বিদ্যুৎ সঞ্চালন লাইনের সংস্কার শুরু হচ্ছে আজ থেকে। আগামী এক মাস এ কাজ চলবে। এতে সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহে ঘাটতি হবে বলে আশঙ্কা করা হচ্ছে। উন্নত সেবা দেওয়ার জন্য সাময়িক এ সমস্যা হবে বলে জানিয়েছেন পাওয়ার গ্রিড কোম্পানির প্রকৌশলীরা। কাজ শেষে এই সঞ্চালন লাইনের বিদ্যুৎ সরবরাহ ক্ষমতা ২০০ মেগাওয়াট থেকে বৃদ্ধি পেয়ে দাঁড়াবে ৩০০ মেগাওয়াট। সংস্কার চলাকালে ঢাকা বিভাগের টাঙ্গাইল ও কিশোরগঞ্জ এবং ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনায় বিদ্যুৎ সরবরাহ কম হবে বলে জানা যায়। প্রসঙ্গত, ময়মনসিংহ-আশুগঞ্জ ১৩২ কেভি ডাবল সার্কিট সঞ্চালন লাইনের আশুগঞ্জ-কিশোরগঞ্জ অংশের সার্কিট-১-এর সংস্কার করা হবে। এ সময় ময়মনসিংহ-আশুগঞ্জ ১৩২ কেভি ডাবল সার্কিট সঞ্চালন লাইনের সার্কিট-১ বন্ধ থাকবে। ফলে ময়মনসিংহ গ্রিড উপকেন্দ্রের ৭৫ থেকে ৮০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ কমে যাবে, যদিও বিকল্প ব্যবস্থায় বিদ্যুৎ সরবরাহ সচল রাখা হবে।

বৃহত্তর ময়মনসিংহ বিভাগের ছয় জেলায় ময়মনসিংহ গ্রিড উপকেন্দ্রে ৮৬০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়। এর মধ্যে আশুগঞ্জ গ্রিড উপকেন্দ্র থেকে ১৩২ কেভি ডাবল সার্কিট সঞ্চালন লাইনের মাধ্যমে ময়মনসিংহ গ্রিড উপকেন্দ্রে ২০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়। আর সার্কিট-১ সঞ্চালন লাইন বন্ধ করা হলে ৭৫ থেকে ৮০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ কমে যেতে পারে। গফরগাঁও বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী এ জেড এম আনোয়ারুজ্জামান জানান, গফরগাঁও অফিসের আওতায় ১৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়। সংস্কার কাজ চলাকালে ১০ থেকে ১১ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হতে পারে। এ জন্য সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত লোডশেডিং দেওয়ার প্রয়োজন হতে পারে। এ বিষয়টি সম্পর্কে গ্রাহকদের অবগত করার জন্য মাইকিং করে সেসব এলাকায় জনসচেতনতা প্রচার করা হচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর