শনিবার, ১৩ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

রংপুরে দুর্গাপূজা মণ্ডপে প্রতিমা ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুর সদর উপজেলার সদ্যপুস্করণী ইউনিয়নের বেহারাপাড়ায় দুর্গাপূজা মণ্ডপে বৃহস্পতিবার রাতে ৫টি প্রতিমা ভাঙচুর করা হয়েছে।

বেহারাপাড়া পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক অর্জুন কুমার রায় জানান, মণ্ডপে প্রতিমা তৈরির কাজ চলছে। রাত ৩টা পর্যন্ত মণ্ডপ সাজানো প্রতিমা তৈরির আনুষঙ্গিক কাজ শেষে পর্দা দিয়ে মণ্ডপ ঢেকে বাড়ি চলে যায়। গতকাল সকালে এসে দেখা যায় কে বা কারা দুটি প্রতিমার মাথা কেটে নিয়ে গেছে। কারও হাত ভেঙে দেওয়া হয়েছে। বেশ কয়েকটি প্রতিমার মাথার চুল এলোমেলো করে দেওয়া হয়।

সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমান সাইফ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাশিদুল মান্নাফ কবীর, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত সাদিয়া সুমি, সদর উপজেলা চেয়ারম্যান নাছিমা জামান ববি, সদর উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সদস্য সচিব সঞ্জিত কুমার নাড়ু, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম, জেলা ও মহানগর পূজা উদ্যাপন পরিষদের নেতারা গতকাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় সদ্যপুস্করণী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা বেহারাপাড়ায় একটি মন্দির নির্মাণের প্রতিশ্রুতি দেন।  জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অজয় প্রসাদ বাবন বলেন, প্রতিমা ভাঙচুরের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি দাবি জানানো হয়েছে।

সর্বশেষ খবর