শনিবার, ১৩ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

ঘ ইউনিটের পরীক্ষায় ডিজিটাল জালিয়াতি!

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঘ ইউনিটের পরীক্ষায় ডিজিটাল জালিয়াতি!

ঢাকা বিশ্ববিদ্যলয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরুর আগেই প্রশ্নপত্র পরীক্ষার্থীদের হাতে চলে গেছে বলে অভিযোগ ওঠেছে। অনেক ভর্তিচ্ছু পরীক্ষা শুরুর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তরসহ হাতে লেখা প্রশ্নপত্র পেয়েছেন বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে প্রশ্নফাঁস হয়নি, ডিজিটাল জালিয়াতি হয়েছে। তবে জালিয়াতির সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি প্রশাসন। গতকাল সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ৮১টি কেন্দে  ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। জানা গেছে, পরীক্ষা শুরুর আগে অনেক ভর্তিচ্ছু হোয়াটস অ্যাপ ও মেসেঞ্জারে সাদা কাগজে লেখা উত্তর সম্বলিত প্রশ্ন পায়। পরবর্তীতে সেগুলো মূল প্রশ্নপত্রের সঙ্গে হুবহু মিলে যায়।

গতকাল সকাল ৯টা ১৭ মিনিটের দিকে ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকরা একটি প্রশ্নপত্র পায়। সেখানে উত্তরপত্রসহ মোট ৭২টি প্রশ্ন ছিল। এ ব্যাপারে তারা পরীক্ষা শুরুর আগেই বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডিকে জানান। সেই প্রশ্ন যাচাই করে দেখা গেছে বাংলা অংশে ১৯টি, ইংরেজি অংশে ১৭টি, সাধারণ জ্ঞান অংশে ৩৬টিসহ (বাংলাদেশ বিষয়াবলী ১৬ ও আন্তর্জাতিক বিষয়াবলী ২০) মোট ৭২টি প্রশ্নের উত্তরপত্রের হুবহু মিল পাওয়া যায়। ঘ ইউনিটে বাংলা ইংরেজি ও সাধারণ জ্ঞান নিয়ে মোট ১০০টি প্রশ্ন থাকে। প্রতি প্রশ্নের মান ১.২।এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানী সাংবাদিকদেরবলেন, আমরা কোনো নির্ভরশীল সূত্র থেকে প্রশ্নফাঁসের তথ্য নিশ্চিত হতে পারিনি। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করেছি। প্রশ্নফাঁসের কোনো সুযোগ নেই। তবে যে বিষয়টি বলা হচ্ছে সেটি প্রশ্নফাঁস নয়, ডিজিটাল জালিয়াতি। বিষয়টি প্রমাণিত হলে কি ব্যবস্থা নেওয়া হবে এমন প্রশ্নের জবাবে তিনি সেটি পরের বিষয় বলে মন্তব্য করেন। প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ-ইউনিটে এক হাজার ৬১৫টি (বিজ্ঞানে- ১১৫২টি, বিজনেস স্টাডিজে- ৪১০, মানবিকে- ৫৩টি) আসন রয়েছে। এর বিপরীতে  ৯৫ হাজার ৩৪১ জন ভর্তিচ্ছু আবেদন করে।

সর্বশেষ খবর