শনিবার, ১৩ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা
ইন্দোনেশিয়ায় অর্থমন্ত্রী

দু-এক বছরের মধ্যে অর্থ পাচার হয়েছে বলে মনে করি না

প্রতিদিন ডেস্ক

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘আমি মনে করি না গত দু-এক বছরের মধ্যে দেশ থেকে অর্থ পাচার হয়েছে।’ তিনি গতকাল ইন্দোনেশিয়ার বালিতে হোটেল ওয়েস্টিনে আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) উপ-ব্যবস্থাপনা পরিচালক মিত্সুহিরো ফুরুসাওয়ার সঙ্গে বৈঠক করেন। পরে  বৈঠকের ফলাফল সম্পর্কে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এই মন্তব্য করেন। খবর বাসসের। অর্থমন্ত্রী বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের সময়ে অর্জনগুলোর মধ্যে অন্যতম হচ্ছে পুঁজিবাজার স্থিতিশীল করা এবং এখন আমরা অপর কয়েকটি বিষয়ের দিকে নজর দেওয়ার চেষ্টা করব। আমদানি বেড়ে যাওয়ার কারণে অর্থ পাচারের সুযোগ সৃষ্টি হওয়া সম্পর্কিত এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আমি এ ধরনের অভিযোগের সঙ্গে একমত নই।’ অর্থমন্ত্রী দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেছেন, বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে প্রবৃদ্ধিসহ সব প্রত্যাশা পূরণ হবে। বিশ্বব্যাংকের প্রকাশিত মানবসম্পদ সূচকে বাংলাদেশের অবস্থান সম্পর্কিত এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশে শিক্ষা খাতে সরকার বরাদ্দ বাড়ালে মানবসম্পদ সূচকের আরও উন্নতি হবে।  দেশে শিক্ষার হার আরও বৃদ্ধির সুযোগ রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

সর্বশেষ খবর