শনিবার, ১৩ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

মাদকবিরোধী অভিযান আরও বেগবান করা হবে : র‌্যাব ডিজি

নিজস্ব প্রতিবেদক

মাদকবিরোধী অভিযান আরও বেগবান ও শক্তিশালী করা হবে। গত ৫ মাসের অভিযানে ৩৫০ কোটি টাকার ইয়াবাসহ অন্যান্য মাদক জব্দ করা হয়েছে। প্রায় ১৭ হাজার মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রকাশ্যে মাদক কেনাবেচা এখন বন্ধ হয়েছে। মাদক এখন দুষ্প্রাপ্য বলে জানিয়েছেন র‌্যাব মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ। গতকাল ঢাকার সিএমএইচে আহত র‌্যাব সদস্যদের দেখতে এসে তিনি এসব কথা বলেন। র‌্যাব ডিজি বলেন, মাদকবিরোধী অভিযান চালাচ্ছে র‌্যাব। এই প্রথম বড় দুর্ঘটনার মুখোমুখি হয়েছি। দেশকে মাদকমুক্ত করতে র‌্যাব প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব। আহতরা যেন দ্রুত সুস্থ হয়ে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করা হয়েছে সে যুদ্ধে অংশ নিতে পারে এজন্য দেশবাসীর কাছে দোয়া চাই। মাদক ব্যবসায়ীদের আমরা শক্তভাবে দমন করার ফলে তারা রুট ও কৌশল পরিবর্তন করেছে। খুচরা বিক্রেতারাও এর বাইরে নয়। যারা মাদক গ্রহণ করে তাদের অনেকে মাদক ছেড়ে দিয়েছে। জনগণকে সঙ্গে নিয়ে আমরা যে অভিযান পরিচালনা করছি তার প্রভাব ইতিমধ্যে পড়েছে। যতদিন আমরা প্রয়োজন মনে করব ততদিন মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। র‌্যাবপ্রধান আরও বলেন, স্কোয়াডন লিডার শাফায়েত জামিল ফাহিমের পেটে গুলি লেগেছে। তার অবস্থা খুবই ঝুঁকিপূর্ণ। প্রায় ৬ ঘণ্টা অপারেশনের পর গুলি বের করলেও তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছে চট্টগ্রামের সিএমএইচের চিকিৎসকরা। মেজর মেহেদি হাসানের ঊরুতে, ল্যান্স করপোরাল শহিদুল ইসলাম এবং সৈনিক আরিফুল ইসলামের পায়ে গুলি লেগেছে। আমরা গুলিবিদ্ধ তিনজনকে ঢাকার সিএমএইচে নিয়ে এসেছি।

র‌্যাব ডিজি বলেন, তারা চট্টগ্রামের পাঁচলাইশ থানার মুরাদপুর বিবিরহাট রেলগেট এলাকায় চেকপোস্টে ডিউটি করছিল। এমন সময় একটা নীল গাড়ি দ্রুত বেগে এগিয়ে আসছিল। তারা গাড়িটা থামানোর সিগন্যাল দিলে গাড়িটি থামে। তবে গাড়ি থেকে একজন নেমেই এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকেন। এতে ঘটনাস্থলে র‌্যাবের দুজন গুলিবিদ্ধ হন। সঙ্গে থাকা অন্যরা পাল্টা গুলি ছুড়লে ওই ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে গিয়েও তিন রাউন্ড গুলি করেন। এতে র‌্যাবের আরও দুজন গুলিবিদ্ধ হন। পরে ওই গাড়িটি সার্চ করে ১২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ একটি বিদেশি পিস্তল ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। যে ব্যক্তিটি গুলি করেছেন তিনি ঘটনাস্থলেই মারা যান।

সর্বশেষ খবর