সোমবার, ১৫ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

সিলেটে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

সিলেট সিটি করপোরেশনের অভিযান

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে সিটি করপোরেশন। গতকাল দুপুরে মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে পরিচালিত অভিযানে ধোপাদিঘীরপাড় এলাকায় প্রায় অর্ধশতাধিক  স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সিটি করপোরেশনের দাবি এসব স্থাপনা অবৈধভাবে ধোপাদিঘী দখল করে নির্মাণ করা হয়েছিল। সিসিক সূত্র জানায়- দুই মাস আগে এসব স্থাপনা সরিয়ে নিতে দখলকারীদের নোটিস দিয়েছিল সিটি করপোরেশন। নোটিস পেয়েও স্থাপনা সরিয়ে নিতে কোনো উদ্যোগ নেননি তারা। তাই গতকাল মেয়রের নেতৃত্বে সেখানে উচ্ছেদ অভিযান চালানো হয়। দ্বিতীয় মেয়াদে মেয়রের দায়িত্ব নেওয়ার পর এটি মেয়র আরিফের প্রথম অভিযান। গত মেয়াদে দায়িত্বপালনকালে তিনি নগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে সিটি করপোরেশনের জায়গায় নির্মিত বেশকিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ  করেন।

সর্বশেষ খবর