সোমবার, ১৫ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

ইসলামী আন্দোলনের সমাবেশ, স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন, তফসিলের আগে সংসদ বিলুপ্ত, সেনাবাহিনী মোতায়েন ও নির্বাচন কমিশন পুনর্গঠনসহ ১০ দফা দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সংগঠনের বরিশাল জেলা ও মহানগর শাখার উদ্যোগে গতকাল সকাল ১০টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। দলের মহানগর সহসভাপতি মাওলানা আনোয়ার হোসাইন জিহাদীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের মহানগর উপদেষ্টা ও ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ নাসির আহমাদ কাওছার। সংগঠনের জেলা সেক্রেটারি উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সহসভাপতি মাওলানা ইদরীস আলী, মহানগর সহসভাপতি মাওলানা লুত্ফর রহমান, সেক্রেটারি মাওলানা জাকারিয়া হামিদী প্রমুখ। বক্তারা তফসিল ঘোষণার আগে জাতীয় সংসদ ভেঙে দেওয়া, সেনা মোতায়েন, নতুন নির্বাচন কমিশন গঠন করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং কোটা সংস্কার আন্দোলন ও নিরাপদ সড়ক আন্দোলনে গ্রেফতারকৃত সব ছাত্রের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানান। সমাবেশ শেষে নগরীতে একটি বিক্ষোভ মিছিল করেন তারা। মিছিলটি জেলা প্রশাসক কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা।

সর্বশেষ খবর