সোমবার, ১৫ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

আইপিইউ অ্যাসেম্বলিতে যোগ দিতে জেনেভা গেলেন স্পিকার

নিজস্ব প্রতিবেদক

সুইজারল্যান্ডের জেনেভায় শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৩৯তম অ্যাসেম্বলি। গতকাল শুরু হওয়া অ্যাসেম্বলি চলবে ১৮ অক্টোবর পর্যন্ত। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্বে ১৭ সদস্যের একটি বাংলাদেশের প্রতিনিধিদল অ্যাসেম্বলিতে অংশ নিচ্ছেন। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশের ১৩ শতাধিক সংসদ সদস্য অ্যাসেম্বলিতে অংশ নিচ্ছেন। এবারের এসেম্বলিতে তথ্য, বিজ্ঞান ও প্রযুক্তির উদ্ভাবন, মিথ্যা সংবাদ পরিবেশন বন্ধ, যৌনহয়রানি বন্ধ, মানবাধিকার, নিরস্ত্রীকরণ, সন্ত্রাসবাদ প্রতিরোধ, টেকসই উন্নয়ন এবং অভিবাসন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।সংসদ সচিবালয়ের গণসংযোগ বিভাগ জানায়, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গতকাল জেনেভার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। আইপিইউ ও সুইস পার্লামেন্ট যৌথভাবে ১৩৯তম এসেম্বলি আয়োজন করেছে। এসেম্বীির মূল প্রতিপাদ্য ‘প্লেসিং সাইন্স এট দ্য হার্ট অব পার্লামেন্ট, পলিসি মেকিং অ্যান্ড পিস’। এসেম্বলিতে অংশ নেওয়া ১৭ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলে রয়েছেন হুইপ ইকবালুর রহিম, মো. আব্দুল কুদ্দুস, এ বি তাজুল ইসলাম, মমতাজ বেগম, মো. হাবিবে মিল্লাত, কে এইচ আজিজুল হক, আশেক উল্লাহ রফিক, মোহাম্মদ আব্দুল মুনিম চৌধুরী, শামীম হায়দার পাটোয়ারী, সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. আবদুর রব হাওলাদার প্রমুখ।

সর্বশেষ খবর