মঙ্গলবার, ১৬ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

চট্টগ্রামে ২০০ প্রকল্পের কাজ শুরু ব্যয় করা হচ্ছে ২০ কোটি টাকা

সামাজিক অবকাঠামোগত উন্নয়ন

সাইদুল ইসলাম, চট্টগ্রাম

সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (জিএসআইডিপি) আওতায় চট্টগ্রামের মসজিদ, মন্দির, কবরস্থান, স্কুল, কলেজ, মাদ্রাসা, খেলার মাঠের উন্নয়ন ও সংস্কারে ২০০ প্রকল্পের কাজ শুরু করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি)। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতিটি উপজেলায় সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের কাজ শুরু হয়েছে। প্রাথমিকভাবে পাওয়া ১৯৭ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১১ কোটি ৯৭ লাখ ২১ হাজার ২৮৩ টাকা। আরও ৮ কোটি টাকার প্রকল্প পাওয়া যাবে। সব মিলে প্রকল্প বাস্তবায়নে প্রায় ২০ কোটি টাকার মতো ব্যয় হবে। চট্টগ্রাম এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. ওয়াহিদুজ্জামান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘সরাসরি সরকারি অর্থায়নে গ্রামীণ সামাজিক অবকাঠামো উন্নয়নের জন্যই মূলত প্রকল্পগুলো হাতে নেওয়া হয়েছে। এসবের মাধ্যমে সরকারি উন্নয়নের ছোঁয়া লাগবে ধর্মীয় প্রতিষ্ঠান, উপাসনালয়ে। বিশেষ করে এ প্রকল্পের মাধ্যমে শিশুদের খেলার জন্য মাঠ উন্নয়ন করা হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘চট্টগ্রামের জন্য এরই মধ্যে ১১৫টি প্রকল্পের অনুমোদন মিলেছে। আমরা টেন্ডার প্রক্রিয়া শুরু করেছি, কিছু প্রকল্পের কার্যাদেশও দেওয়া হয়েছে। এ খাতে সব মিলে চট্টগ্রামে ২০ কোটি টাকা ব্যয়ে প্রকল্প বাস্তবায়ন            করা হবে।’ এর মধ্যে এলজিইডি চট্টগ্রামের আনোয়ারায় ৯ প্রকল্পে ৪৭ লাখ ৯ হাজার ৭৩, বাঁশখালীতে ৭ প্রকল্পে ৩৮ লাখ ৯ হাজার ৮১৯, বোয়ালখালীতে ২ প্রকল্পে ১০ লাখ ৬৪ হাজার ৪২৬, চন্দনাইশে ২১ প্রকল্পে ৮৭ লাখ ৯৯ হাজার ৯৭৮, ফটিকছড়িতে ১৩ প্রকল্পে ৬৭ লাখ ৪১ হাজার ৬২৬, হাটহাজারীতে ১৪ প্রকল্পে ৯৪ লাখ ১৪ হাজার ৯৩৬, লোহাগাড়ায় ১৫ প্রকল্পে ৯৩ লাখ ৩ হাজার ৯৯২, মিরসরাইয়ে ৭ প্রকল্পে ৫০ লাখ ১ হাজার ৪৫২, পটিয়ায় ৩১ প্রকল্পে ১ কোটি ৬০ লাখ ২ হাজার ৭৭৮ উল্লেখযোগ্য।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর