মঙ্গলবার, ১৬ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

দ্বাদশ সিটি করপোরেশন হলো ময়মনসিংহ, নগরীতে উচ্ছ্বাস

ময়মনসিংহ প্রতিনিধি

দ্বাদশ সিটি করপোরেশন হলো ময়মনসিংহ, নগরীতে উচ্ছ্বাস

অবশেষে ময়মনসিংহ পৌরসভা সিটি করপোরেশনে রূপ নিল। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আদেশক্রমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে রবিবার রাতে একটি গেজেট প্রকাশিত হয়। গেজেট প্রকাশিত হওয়ায় ময়মনসিংহ মহানগরসহ জেলাবাসীর মাঝে বইছে আনন্দের জোয়ার। এ নিয়ে দ্বাদশ সিটি করপোরেশন হিসেবে আত্মপ্রকাশ করল ময়মনসিংহ। এর আগে চলতি বছরের এপ্রিলে প্রধানমন্ত্রী প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটিতে (নিকার) এর অনুমোদন দেন। জানা যায়, ময়মনসিংহ পৌরসভার পৌর এলাকার ৩২টি মৌজার সমন্বয়ে ময়মনসিংহ সিটি করপোরেশন প্রতিষ্ঠা করা হয়েছে।

জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস জানিয়েছেন, খুব দ্রুতই সিটি করপোরেশনের কার্যক্রম শুরু হবে। গেজেট প্রকাশের ১৮০ দিনের মধ্যে নির্বাচন হওয়ার কথা রয়েছে। ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান জানান, দেশের মধ্যে নান্দনিক একটি সিটি করপোরেশন হবে ময়মনসিংহ। স্থানীয় সরকার মন্ত্রণালয় এর মাধ্যমে একজন প্রশাসক নিয়োগ করা হবে। সূত্র মতে, ২২ বর্গ কিলোমিটারের এ পৌরসভা সিটি করপোরেশনে উন্নীত হওয়ার পর আয়তন বেড়ে হয়েছে  ৯১ দশমিক ৩১৫ বর্গ কিলোমিটার। এই সিটি করপোরেশনের জনসংখ্যা এখন ৪ লাখ ৭১ হাজার ৮৫৮।    

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর