মঙ্গলবার, ১৬ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

নির্বাচন বানচালের ষড়যন্ত্র সাত দফা : কাদের

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ১০ বছরে বিএনপির আন্দোলন এ দেশের মানুষ দেখেনি, আন্দোলন আর কবে হবে? মরা গাঙে জোয়ার আসে না। সামনে নির্বাচন, বিএনপি সাত দফা দাবি দিয়েছে। তাদের সাত দফা দাবি মামাবাড়ির আবদার! সাত দফা দাবি হলো নির্বাচন বানচালের ষড়যন্ত্রের দাবি। গতকাল রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তা মোড়ে নির্বাচনী প্রচারপত্র বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে অংশ নিয়ে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, হাঁটু ভাঙা দল বিএনপি জোট করেছে কোমর ভাঙা দলের নেতা বুড়ার সঙ্গে। এই ঐক্য দেশের মানুষ বিশ্বাস করে না। তারা ডাক দিলে জনগণ আসবে না। আওয়ামী লীগে ঐক্য থাকলে ৭০ দল ঐক্য করলেও আওয়ামী লীগের বিজয় কেউ ঠেকাতে পারবে না। এ সময় হাবিবুর রহমান মোল্লা এমপি, ঢাকা মহানগর (দক্ষিণ) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল চৌধুরীসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, স্লোগান পাল্টা স্লোগান দিয়ে নমিনেশন পাওয়া যাবে না, রং বেরঙের পোস্টার নমিনেশন দেবে না। যারা জনগণের সঙ্গে ভালো আচরণ করে না, চাঁদাবাজি করে, অপকর্ম করে তাদের মনোনয়ন দেওয়া হবে না।  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আগামী নির্বাচন খুব চ্যালেঞ্জিং হবে। এই নির্বাচনে দেশি-বিদেশি অনেক ষড়যন্ত্র আছে।

আওয়ামী লীগে ঐক্য থাকলে কেউ নির্বাচনে পরাজিত করতে পারবে না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর