মঙ্গলবার, ১৬ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

মালয়েশিয়ার নাগরিকের শরীরে ৭ কেজি সোনা

নিজস্ব প্রতিবেদক

হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়ার এক নাগরিকের শরীরে ৭ কেজি সোনা পাওয়া গেছে। তার নাম চ্যান গি কিয়ং। রবিবার রাতে সোনাসহ তাকে আটক করে ঢাকা কাস্টম হাউস। জব্দ সোনার আনুমানিক বাজার মূল্য সাড়ে ৩ কোটি টাকা। ঢাকা কাস্টম হাউসের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী বলেন, রবিবার রাত ১০টার দিকে মালিন্দো এয়ারের একটি ফ্লাইটে (ওডি-১৬৬) ঢাকায় আসেন চ্যান গি কিয়ং। বিমানবন্দরের ১১ নম্বর বোর্ডিং ব্রিজের কাছে চ্যানের চলাফেরায় সন্দেহ হয়। গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে শার্টের নিচে একটি ব্যতিক্রমী জ্যাকেটে মোড়ানো অবস্থায় ৭ কেজি সোনা পাওয়া যায়। কার্বন পেপারে হলুদ স্কচটেপ দিয়ে মোড়ানো বারগুলোর প্রতিটির ওজন ১ কেজি। চীনা বংশোদ্ভূত মালয়েশীয় নাগরিক চ্যান। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর