মঙ্গলবার, ১৬ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

সৎ নেতৃত্ব প্রতিষ্ঠায় ওলামাদের মুখ্য ভূমিকা রাখতে হবে

-------------- পীর চরমোনাই

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, দেশের রাজনীতিতে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করতে ওলামায়ে কেরামকে মুখ্য ভূমিকা পালন করতে হবে। ওলামায়ে কেরাম রাজনীতিতে পিছিয়ে থাকার কারণে আজ দুর্নীতিবাজরা দেশ শাসন করছে। ফলে দেশে কর্তৃত্ববাদী শাসন চলছে। গতকাল রাজধানীর গুলিস্তানের কাজী বশির মিলনায়তনে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

 আয়োজক সংগঠনের আহ্বায়ক মাওলানা ইউনুছ ঢালীর সভাপতিত্বে এবং সদস্য সচিব মাওলানা বশির মাহমুদের পরিচালনায় সম্মেলনে বক্তব্য রাখেন আল্লামা নুরুল হুদা ফয়েজী,  সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন, অধ্যাপক মাহবুবুর রহমান, গাজী আতাউর রহমান, অ্যাডভোকেট শেখ আতিয়ার রহমান, মাওলানা ইমতিয়াজ আলম, কেএম আতিকুর রহমান, শেখ ফজলুল করীম মারুফ, মুফতি ওয়াহিদুল আলম, ঢাকা-৭ আসনের প্রার্থী আলহাজ আবদুর রহমান। সম্মেলন শেষে হাফেজ মাওলানা ইউনুছ ঢালীকে সভাপতি, মুফতি হেদায়েতুল্লাহ আজাদীকে সহ-সভাপতি মাওলানা বাছির মাহমুদকে সাধারণ সম্পাদক করে ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ঢাকা মহানগর দক্ষিণ কমিটি ঘোষণা করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর