বৃহস্পতিবার, ১৮ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

রাজনীতিতে সংশয় এবং অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে

—— রুহুল আমিন হাওলাদার

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেছেন, গত ২৭ বছর দুটি দল দেশের রাজনীতিতে যে সংশয় এবং অনিশ্চয়তা সৃষ্টি করেছে তা কেবল জাতীয় পার্টিই দূর করতে পারবে। জাতীয় পার্টিই এখন দেশের মানুষের শেষ আশ্রয়স্থল। সাধারণ মানুষের ভরসা এখন শুধুই জাতীয় পার্টি। ২০ অক্টোবর জাতীয় পার্টির নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোটের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে গতকাল পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় শ্রমিক পার্টির প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শ্রমিক পার্টির সভাপতি এ কে এম আশরাফুজ্জামান খানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন শ্রমিক পার্টির কেন্দ্রীয় নেতা জাহাঙ্গীর হোসেন, মো. আবদুল আজিজ, শেখ মো. শান্ত, লতিফ সরকার, কামরুজ্জামান, লতিফ মিয়া, বেলায়েত হোসেন প্রমুখ। হাওলাদার বলেন, ২০ অক্টোবরের মহাসমাবেশে প্রমাণ হবে বিএনপি ও আওয়ামী লীগের চেয়ে জাতীয় পার্টি এখন অনেক বেশি শক্তিশালী। জাতীয় পার্টিকে ধ্বংস করতে যে ষড়যন্ত্র হয়েছিল তা ছিন্নভিন্ন করে জাতীয় পার্টি দুর্বার বেগে এগিয়ে যাচ্ছে। মহাসমাবেশকে মহাসমুদ্রে পরিণত করতে শ্রমিক পার্টির নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আগামী সংসদে জাতীয় শ্রমিক পার্টির পক্ষ থেকে যেন সংসদে প্রতিনিধি থাকে সেজন্য আমরা মনোনয়ন দেব। রুহুল আমিন বলেন, দেশের মানুষ এখনো জাতীয় পার্টির নয় বছরের সুশাসন ভুলে যায়নি। আমরা বিশ্বাস করি আগামী নির্বাচনে জাতীয় পার্টি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করবে। সন্ত্রাস, সহিংসতা, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হুসেইন মুহম্মদ এরশাদের বিকল্প নেই। দেশের মানুষ জানে পল্লীবন্ধুর নয় বছরের শাসনামলে উন্নয়ন এবং শান্তিপূর্ণ সহাবস্থানের যে নজির আছে, তা গেল ২৭ বছরেও কেউ করতে পারেনি। অতীতের যে কোনো সময়ের চেয়ে জাতীয় পার্টি এখন অনেক বেশি শক্তিশালী, তাই আগামী নির্বাচনে জাতীয় পার্টি সাধারণ মানুষের রায় নিয়ে একটি আধুনিক ও নিরাপদ বাংলাদেশ গড়তে পারবে।

সর্বশেষ খবর