বৃহস্পতিবার, ১৮ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

বিএনপি নিষিদ্ধের দাবিতে যুবলীগের ১০ দিনের কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

এবার বিএনপিকে নিষিদ্ধ করার দাবিতে ধারাবাহিক কর্মসূচি নিয়ে মাঠে নামছে যুবলীগ। সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরীর নির্দেশে জনমত সৃষ্টি করতে ১০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছেন ঢাকা মহানগরী দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট। গতকাল দুপুরে কাকরাইলে সংগঠনের এক বিশেষ সভায় তিনি বলেন, ‘কানাডার আদালত রায় দিয়েছে বিএনপি সন্ত্রাসী সংগঠন। সম্প্রতি ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় প্রমাণিত হয়েছে, বিএনপি কোনো রাজনৈতিক দল নয়— এটা সন্ত্রাসী সংগঠন। তারা দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে আরেকটি রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বকে হত্যা করতে গ্রেনেড হামলা চালায়। কাজেই এ দলের রাজনীতি করার অধিকার নেই। আমরা জনমত গঠন করতে ২০ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত দক্ষিণের ৭৫টি ওয়ার্ডে কর্মসূচি পালন করব। সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তুলে অতিদ্রুত সময়ের মধ্যে বিএনপির রাজনীতি নিষিদ্ধ করতে জনসমর্থন চাইব, গণস্বাক্ষর কর্মসূচি পালন করব।’ এই সময়ের মধ্যে দাবি পূরণ না হলে পরবর্তীতে বৃহৎ কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন যুবলীগ ঢাকা দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট।

সহসম্পাদক পদ কাউকে দেওয়া হয়নি : এদিকে বিশেষ বর্ধিত সভায় ঢাকা মহানগরী দক্ষিণ যুবলীগ সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট বলেন, ‘সম্প্রতি আমরা লক্ষ্য করছি, অনেকেই যুবলীগের নবনির্বাচিত সহসম্পাদক হয়েছেন— মর্মে সামাজিক মাধ্যমে পোস্ট দিচ্ছেন বা কেউ কেউ ব্যানার-ফেস্টুন বানিয়েছেন। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, যুবলীগের গঠনতন্ত্র অনুসারে ১৩১ জনের বেশি সদস্য যুবলীগ দক্ষিণের কেউ থাকবে না। আমরা এখনো কাউকে সদস্য মনোনীত করিনি। কয়েকজন নেতা মারা যাওয়ায় এবং কয়েকজন বিদেশে যাওয়ার কারণে আমাদের কিছু পদ শূন্য হয়েছে। আগামীতে যুবলীগ দক্ষিণের কার্যনির্বাহী বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরীর নির্দেশে শূন্যপদগুলো পূরণ করা হবে।’ সভায় সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর