বৃহস্পতিবার, ১৮ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

জমির মালিকানা নিয়ে পুলিশ কারাগার কর্তৃপক্ষ দ্বন্দ্ব

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে জমির মালিকানা নিয়ে নগর পুলিশ ও কারাগার কর্তৃপক্ষের মধ্যে শুরু হয়েছে বিরোধ। রাজশাহী মহানগর পুলিশের নামে থাকা দুই একরের বেশি ওই জমি এখন কারা কর্তৃপক্ষের দখলে। মঙ্গলবার দুপুরে নগর পুলিশের কর্মকর্তারা জমিটি বুঝে নিতে গেলে বাধা দেয় কারা পুলিশ। এরপর থেকে সেখানে বসানো হয়েছে চেকপোস্ট। তবে নগর পুলিশের মুখপাত্র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম জানান, যেহেতু জমিটির মালিকানা নগর পুলিশের, সেহেতু তারা নিয়ম অনুযায়ী সেটি বুঝে নেবেন। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা নিজেদের মধ্যে আলোচনা করছেন। জানা গেছে, রাজশাহী কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকের পূর্ব পাশে আরএমপির দুই একর ৪৫ শতক জমি আছে। ওই জমিটি রাজশাহী মহানগর পুলিশের নামে আছে দীর্ঘদিন ধরে। এমনকি খাজনা-খারিজসহ সব কাগজই আরএমপির নামে। কিন্তু জায়গাটি দখলে আছে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের। নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, দীর্ঘদিন পর আরএমপি তাদের ওই জায়গাটির বিষয়ে নিশ্চিত হয়। এরপর জেলা প্রশাসকের দফতর থেকে সহকারী কমিশনার ভূমিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা মঙ্গলবার দুপুরে ওই জায়গাটি পরির্দশনে যান। আগামী রবিবার অথবা সোমবার তারা ওই জায়গাটি বুঝে নেবেন। এদিকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জায়গাটি পরিদর্শন শেষে চলে আসার পর কারাগারের সামনে একটি চেকপোস্ট বসিয়েছে কারারক্ষীরা। ওই জায়গায় এখন কেউ যেন সহজে প্রবেশ করতে না পারে-এজন্য চেকপোস্টটি বসানো হয়েছে।

সর্বশেষ খবর