বৃহস্পতিবার, ১৮ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

ফের ভর্তি পরীক্ষার দাবিতে ঢাবি শিক্ষার্থীর অনশন অব্যাহত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদের অধীন ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা পুনরায় নেওয়ার দাবিতে আমরণ অনশন অব্যাহত রেখেছেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আখতার হোসেন। মঙ্গলবার দুপুর থেকে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে তিনি এই অনশন শুরু করেন। ‘ফাঁস’ হওয়া প্রশ্নপত্রের আলোকে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার ফলাফল বাতিল করে পুনরায় ভর্তি পরীক্ষা নেওয়াসহ চার দফা দাবিতে তিনি অনশন করছেন। তার অন্য দাবিগুলো হচ্ছে—ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রের নিরাপত্তা, জালিয়াতি করে যারা ভর্তি হয়েছে তাদের বহিষ্কার এবং প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করা। গতকাল দুপুরে রাজু ভাস্কর্যে গিয়ে দেখা যায়, প্রচণ্ড রোদের মধ্যে আখতার সেখানে অবস্থান করছেন। তার পাশে কয়েকটি প্লাকার্ড রাখা, যেখানে লেখা আছে—‘প্রশ্নফাঁস!!? না মেধাবীদের গলায় ফাঁস, এ দায় নেবে কে?’, ‘পরীক্ষার এক মিনিট আগেও যদি প্রশ্ন ফাঁস হয় তবু সেটি প্রশ্নফাঁস’, ‘হোতাদের বিচার চাই, প্রশ্নপত্রের নিরাপত্তা চাই’, ‘জালিয়াতদের বহিষ্কার চাই’। আরেকটি কাগজে ‘আমরণ অনশন’। আখতার হোসেন বলেন, ‘দুই দিন ধরে অনশন করছি। অথচ প্রশাসন এখনো আমার খোঁজ নেয়নি। আমার দাবির ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমি এখানেই অবস্থান করব।’ এদিকে গতকাল বিকালে আখতারের সঙ্গে সংহতি জানিয়ে সেখানে অবস্থান করেন কোটা সংস্কার আন্দোলনের নেতারা। তারাও এ সময় পুনরায় ভর্তি পরীক্ষা নেওয়ার দাবি জানান। অন্যদিকে পুনরায় ভর্তি পরীক্ষা গ্রহণের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে বামপন্থি ছাত্র সংগঠনগুলো। এরই ধারাবাহিকতায় গতকাল ক্যাম্পাসে মশাল মিছিল করে ছাত্র ইউনিয়ন।

সর্বশেষ খবর